ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

কাশ্মীরে করোনা প্রতিরোধে ২ মুসলিম নেতার অনুদান

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২২ মার্চ ২০২০, ১৭:৪০

কাশ্মীরে করোনা প্রতিরোধে ২ মুসলিম নেতার অনুদান

করোনা প্রতিরোধে ২ কোটি রুপি অনুদান দিলেন কাশ্মীরের প্রভাবশালী। নিউজ ১৮ উর্দু, এএনআই এর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

১ কোটি টাকা নিজের সংসদীয় এলাকা শ্রীনগর, বাডগাম এবং গেন্ডারবের জন্য দিয়েছেন ফারুক আব্দুল্লাহ। কোভিড-১৯ প্রতিরোধে নিতি সবাইকে এগিয়ে আসতে এবং নিজ নিজ জায়গা থেকে ভাইরাসটি প্রতিরোধে উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

খবরে বলা হয়, উল্লিখিত পরিমাণ টাকার থেকে ৫০ লাখ টাকা হস্তান্তর করা হবে জম্মু কাশ্মীর মেডিকেল ইনস্টিটিউটকে। বাকি ৫০ লাখ টাকা ২৫ লাখ করে গন্ডবাল এবং বাডগাম জেলার অধিবাসীদের দেয়া হবে।

ফারুক আব্দুল্লাহ উত্তর কাশ্মীর এবং দক্ষিণ কাশ্মীরের নেতাদেরও করোনাভাইরাস প্রতিরোধে তহবিল সংগ্রহের জন্য আহ্বান জানিয়েছেন।

এদিকে, দলের দক্ষিণ কাশ্মীরের সাংসদ হাসনাইস মাসউদি দলীয় সভাপতির নির্দেশে করোনারভাইরাস প্রতিরোধে দক্ষিণ কাশ্মীরের হাসপাতালে ১ কোটি রুপি অনুদান দিয়েছেন।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত