ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ২২ মিনিট আগে
শিরোনাম

করোনা আতঙ্কে কারাগারে সংঘর্ষ, নিহত ২৩

করোনা আতঙ্কে কলম্বিয়ায় কারাগারে সংঘর্ষ, নিহত ২৩

বিশ্বজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস নিয়ে আতঙ্কের কারণে কলম্বিয়ার একটি কারাগারে ভয়াবহ উত্তেজনা ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ওই সংঘর্ষে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮৩ জন।

রোববার বোগোটা শহরে দেশের সবচেয়ে বড় কারাগারে ওই সংঘর্ষ হয় বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে।

করোনাভাইরাস প্রাদুর্ভাবের সময় কারাগারে বন্দিদের উপচে পড়া ভিড় এবং দুর্বল স্বাস্থ্যসেবার বিরুদ্ধে রোববার কলম্বিয়ার প্রতিটি কারাগারের বন্দিরা প্রতিবাদ ও বিক্ষোভ করেন।

এ সম্পর্কে কলম্বিয়ার বিচারমন্ত্রী মার্গারিটা ক্যাবেলো বলেছেন, লা মডেলো কারাগারে দাঙ্গার ঘটনায় ২৩ জন নিহত এবং আরো ৮৩ জন আহত হয়েছেন।

বিচারমন্ত্রী মার্গারিটা আরও বলেন, আহতদের মধ্যে ৩২ জন বন্দি এবং সাত প্রহরী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে দুই প্রহরীর অবস্থা আশঙ্কাজনক।

তবে কারাগারের ভেতরে অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগ নাকচ করে দিয়েছেন বিচারমন্ত্রী মার্গারিটা ক্যাবেলো।

তিনি বলেন, ‘এখানে পয়ঃনিস্কাশনের কোন সমস্যা নেই। পরিকল্পনা করেই এই দাঙ্গা বাধানো হয়েছে।’

তিনি আরও দাবি করেন, ওই কারাগারে বন্দি, প্রহরী ও প্রশাসনিক কর্মচারীদের কেউ করোনায় আক্রান্ত হননি।’

কলোম্বিয়ার বিচার বিভাগের পরিসংখ্যান অনুসারে, দেশটির ১৩২টি কারাগারে ৮১,০০০ বন্দি ধারণক্ষমতা থাকলেও সেখানে থাকেন এক লাখ একুশ হাজারেরও বেশি বন্দি।

প্রসঙ্গত, কলম্বিয়ায় করোনাভাইরাসের ২৩১ জন আক্রান্ত হয়েছেন এবং এদের মধ্যে দু'জনের মৃত্যু হয়েছে।

সূত্র: বিবিসি

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত