ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৭ মিনিট আগে
শিরোনাম

করোনাভাইরাসের পরবর্তী কেন্দ্রস্থল যুক্তরাষ্ট্র: হু

করোনাভাইরাসের পরবর্তী কেন্দ্রস্থল যুক্তরাষ্ট্র: হু

করোনাভাইরাসের পরবর্তী কেন্দ্রস্থল হতে চলেছে যুক্তরাষ্ট্র। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে এ কথা জানিয়েছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রেসিডেন্ট ট্রাম্প মঙ্গলবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) তাকে এই মর্মে সতর্ক করে দিয়েছে যে, যুক্তরাষ্ট্র হতে পারে বিশ্বে করোনাভাইরাসের পরবর্তী কেন্দ্রস্থল।

কেননা গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তদের ৪০ শতাংশই যুক্তরাষ্ট্রের নাগরিক।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্রী মার্গারেট হ্যারিস মঙ্গলবার বলেন, যুক্তরাষ্ট্রে এই রোগের সংক্রমণ বাড়ছে। চীন ও ইটালির পর যুক্তরাষ্ট্র হচ্ছে তৃতীয় দেশ যেখানে এই রোগে পঞ্চাশ হাজার লোক নিশ্চিত আক্রান্ত হয়েছ্নে এবং মারা গেছেন ৬০০’র বেশি মানুষ।

এদিকে চিকিৎসা বিষয়ক বিশেষজ্ঞদের সতর্ক বার্তা সত্বেও ডোনাল্ড ট্রাম্প কয়েক সপ্তার মধ্যেই গোটা দেশে স্বাভাবিক কাজকর্ম শুরু করার প্রস্তুতির কথাও বলেছেন।

বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের এই সিদ্ধান্তের কারণে দেশে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ বাড়তে পারে। দেশজুড়ে তার এ সিদ্ধান্তে তীব্র সমালোচনা চলছে। তারপরও নিজের যুক্তিতে অটল রয়েছেন ট্রাম্প।

ভয়েস অব আমেরিকা

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত