ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

করোনায় আক্রান্ত নিউইয়র্কের দুই শতাধিক পুলিশ

করোনায় আক্রান্ত নিউইয়র্কের দুই শতাধিক পুলিশ

যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক শহর নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) ২১১ সদস্য ভয়াবহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনায় যুক্তরাষ্ট্রের এই শহরের অবস্থা সবচেয়ে ভয়াবহ।

এমন এক সময়ে এ খবর প্রকাশিত হলো যখন নিউইয়র্কজুড়ে চলছে লকডাউন।পুলিশ এরই মধ্যে শহরের পার্কগুলোতে টহল দিতে শুরু করেছে। মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হয় কিনা তা তদারকি করছে পুলিশ। লকডাউন লঙ্ঘন করলে তাদের জরিমানাও করা হচ্ছে।

মঙ্গলবার পুলিশ অধিদফতর এক ঘোষণায় এ তথ্য জানায়।

পুলিশের কর্মকর্তা জানিয়েছেন, এনওয়াইপিডির সদস্যদের মধ্যে ১৭৭ জন ইউনিফর্ম অফিসার। বাকিরা সাদা আছেন পোশাকে।

এনওয়াইপিডি পার্ক এবং রাস্তায় টহল শুরু করেছে, বাসিন্দারা উপযুক্ত সামাজিক দূরত্ব বজায় রেখে চলছেন কিনা তা নজরদারি করার জন্য।

এ ছাড়া গাড়ি সাইট পার্কিং ৩১ মার্চ পর্যন্ত বাতিল করা হয়েছে। ইতোমধ্যে ফেডারেল সরকার মরিয়াভাবে প্রয়োজনীয় ৪০০ সেট পূর্ণাঙ্গ চিকিৎসাসামগ্রী (ভেন্টিলেটর) সরবরাহ করেছে, যা নিউইর্য়ক সিটি হাসপাতালে বিতরণ করা হবে।

এদিকে অন্য এক খবরে জানা যায়, যুক্তরাষ্ট্রে গত এক সপ্তাহ আগে যে পরিমাণ মানুষ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল এক সপ্তাহ পরে এসে সে সংখ্যা এখন ১০ গুণ হয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, আমেরিকায় এ পর্যন্ত প্রায় ৫৫ হাজারের মতো মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন মারা গেছেন আরও ৬০ জন। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮৪তে।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত