ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতির আরও অবনতি, বাড়লো লকডাউনের সময়

যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতির আরও অবনতি, বাড়লো লকডাউনের সময়

যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতির আরও অবনতি হওয়ায় লকডাউন আরো ১৫ দিন বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে এপ্রিলের ৩০ তারিখ পর্যন্ত এই লকডাউন বহাল থাকবে।

রোববার হোয়াইট হাউজে দেওয়া এক প্রেস ব্রিফিং এ ট্রাম্প জানান, আগামী দুই সপ্তাহে ভয়াবহ রূপ নেবে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি। এমনকি মৃতের সংখ্যাও দ্বিগুণ হবে।

যদিও এর আগে ট্রাম্প বলেন, এপ্রিলের ১২ তারিখের মধ্যেই পরিস্থিতি পরিবর্তন হবে।

নিজের করা এমন মন্তব্য পরিবর্তন করে রোববার ট্রাম্প জানান, লকডাউনের সময়সীমা যা দেওয়া হয়েছিল তা এখন বাড়ানো হচ্ছে।

ট্রাম্পের দাবি, ১ জুনের মধ্যে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি স্বাভাবিক হবে। ততদিন পর্যন্ত দেশে করোনা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাবে বলে আশা তার।

যুক্তরাষ্ট্রে রোববার পর্যন্ত করোনায় ২৪৮৪ জন মানুষ মারা গেছে। আক্রান্ত হয়েছেন সমমিলিয়ে ১ লাখ ৪২ হাজার ১৭৮ জন।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত