ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

করোনায় আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়াল

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২০, ০১:১৬

করোনায় আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়াল

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। চীনে নিয়ন্ত্রণে থাকলেও এই ভাইরাসের তাণ্ডব চলছে সারাবিশ্বে।

ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, বিশ্বের দুই শতাধিক দেশে ছড়িয়ে পড়া এ ভাইরাসে মোট ১০ লাখ ২ হাজার ৭১ জন আক্রান্ত হয়েছে। শুধু গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৬৬ হাজার ৮শ'র বেশি।

এই মুহূর্তে করোনার নতুন কেন্দ্র হয়ে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলো। যেখানে উৎপত্তিস্থল চীনে এ পর্যন্ত ৮১ হাজার ৫শ ৮৯ জন আক্রান্ত হয়েছে, সেখানে চীনের অনেক পর আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্র মৃত্যু এবং আক্রান্তের সংখায় চীনকে ছাড়িয়ে গেছে। দেশটিতে এ পর্যন্ত ২ লাখ ৩৫ হাজার ৮শ ৬০ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে সাড়ে ৫ হাজারেরও বেশি।

যুক্তরাষ্ট্রের পর এ ভাইরাসে আক্রান্তের সংখায় দুইয়ে রয়েছে ইতালি। সেখানে ১ লাখ ১৫ হাজার ২শ ৪২ জন। তবে আক্রান্তদের মধ্যে সবচে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ইউরোপের এ দেশটিতে। এখন পর্যন্ত দেশটিতে ১৩ হাজার ৯শ জনেরও বেশি মারা গেছে। একদিনেই প্রাণহানির ঘটনা ঘটেছে ৭শ ৬০জন।

ইউরোপের আরেক দেশ স্পেনেও বাড়ছে আক্রান্ত-মৃত্যুর সংখ্যা। দেশটিতে করোনার কাছে হার মেনে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ১০ হাজার ৩ জন, আক্রান্ত হয়েছেন ১ লাখ ১০ হাজার ২৩৮ জন।

এছাড়া ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৪ হাজার ৩২ এবং আক্রান্ত হয়েছেন ৫৬ হাজার ৯৮৯ জন।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত