ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

এবার যুক্তরাষ্ট্রে একদিনে ১৩শ’র বেশি মৃত্যু

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২০, ০৬:৩৬  
আপডেট :
 ০৪ এপ্রিল ২০২০, ০৬:৪৫

এবার যুক্তরাষ্ট্রে একদিনে ১৩শ’র বেশি মৃত্যু

করোনাভাইরাসের তান্ডবে উলটপালট আমেরিকাসহ ইউরোপের দেশগুলো। মহামারী এ ভাইরাসে এবার যুক্তরাষ্ট্রে শুক্রবার একে একে প্রাণ হারিয়েছেন ১৩ শ জনেরও বেশি। এ নিয়ে দেশটিতে মোট ৭ হাজার ৩শ ৮৫ জনের প্রাণ কেড়ে নিল।

গবেষণাভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩২ হাজার ৮৮ জনের দেহে করোনার উপস্থিতি শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ১ হাজার ৩শ ২০ জন।

সবচে বেশি আক্রান্ত: করোনায় আক্রান্তের দিক থেকে সবার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে দেশটিতে মোট ২ লাখ ৭৬ হাজারেরও বেশি লোক আক্রান্ত হল। এছাড়া চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ১২ হাজার ২শ ৬৮ জন।

সবচে বেশি মৃত্যু: করোনায় ভয়াল থাবায় এ পর্যন্ত সবচে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে ইউরোপের দেশ ইতালিতে। ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে দেশটিতে মোট ১৪ হাজার ৬শ ৮১ জন প্রাণ হারিয়েছেন করোনায়। শুক্রবার একদিনে ৭৬৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্তের দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ইতালি। সেখানে মোট ১ লাখ ১৯ হাজার ৮শ জনের বেশি আক্রান্ত হয়েছেন।

স্পেন: ইউরোপের এ দেশটিতে আক্রান্তের সাথে সাথে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। আক্রান্তের দিক থেকে ইতালির পরই অর্থাৎ তিনে রয়েছে দেশটি। সেখানেও আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়ে গেছে। মোট ১ লাখ ১৯ হাজার ২শ জন আক্রান্ত হয়েছেন। মৃতের দিক থেকে ২য় অবস্থানে রয়েছে ইউরোপের এ দেশটি। এ পর্যন্ত মোট ১১ হাজার ১শ ৯৮ জন প্রাণ হারিয়েছেন। শুধু গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮৫০ জন।

একদিন সবচে বেশি মৃত্যু: এ পর্যন্ত একদিনে সবচে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ইউরোপের আরেক দেশ ফ্রান্সে। বৃহস্পতিবার দেশটিতে একদিনেই ১ হাজার ৩ শ ৫৫ জনের মৃত্যুর ঘটনা ঘটে। গত ২৪ ঘণ্টায়ও দেশটিতে মৃতের সংখ্যা হাজার (১১২০ জন) ছাড়িয়েছে। প্রাণঘাতী এ ভাইরাসে মোট ৬ হাজার ৫শ ৭ জন মারা গেছেন। মোট আক্রান্ত ৬৪ হাজার ৩শ ৩৮ জন।

উৎপত্তিস্থল চীন: মহামারী এ ভাইরাসের উৎপত্তিস্থল চীনে এ পর্যন্ত মোট ৮১ হাজার ৬শ জনেরও বেশি আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩ হাজার ৩শ ২২ জন।

বিশ্বজুড়ে: ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, বিশ্বের ২০৪টির বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। এ পর্যন্ত এই ভাইরাসে বিশ্বে প্রায় ৬০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত হয়েছে প্রায় ১১ লাখ। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ২৮ হাজার ৪শ জন।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত