ঢাকা, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ ঘন্টা আগে
শিরোনাম

মিশরে

রমজান উদযাপনে কারফিউ ভেঙ্গে শোভাযাত্রা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২০, ১৫:৪৪

রমজান উদযাপনে কারফিউ ভেঙ্গে শোভাযাত্রা

মিশরে কাবা শরীফের অবয়ব বানিয়ে রমজান উদযাপন এবং কারফিউ ভেঙ্গে শোভাযাত্রা করা হয়েছে। ইজিপ্ট টুডে ও ইজি২৪ নিউজ এর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

বৃহস্পতিবার মিশরের আলেক্সান্ড্রিয়ায় এ ঘটনা ঘটে। সামাজিক দূরত্ব না মেনে এবং কারফিউ ভঙ্গ করে আয়োজিত এই শোভাযাত্রার ব্যাপক সমালোচনা হচ্ছে স্যোশাল মিডিয়ায়।

টুইটারে আপলোড করা এক ভিডিওতে দেখা যায়, কাবা শরীফের অবয়বে বানানো একটি ঘর নিয়ে রাতের হুলদ আলোতে একে অপর থেকে দূরত্ব বজায় না রেখে একসঙ্গে হেঁটে যাচ্ছে ছোট-বড় অনেক মানুষ।

আইন ভঙ্গ করে রাতে শোভাযাত্রার আয়োজন করায় আয়োজকদের গ্রেপ্তার করা হয়েছে। মিশরে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ৯২ জন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছে ২৯৪ জন এবং সুস্থ হয়েছে ১ হাজার ৭৫ জন।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত