ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৭ মিনিট আগে
শিরোনাম

করোনায় রেকর্ড ধস যুক্তরাজ্যের অর্থনীতিতে

করোনায় রেকর্ড ধস যুক্তরাজ্যের অর্থনীতিতে

করোনাভাইরাসের কারণে রেকর্ড ধস নেমেছে যুক্তরাজ্যের অর্থনীতিতে। রয়টার্স এর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

বুধবার এ তথ্য জানায় দেশটির জাতীয় পরিসংখ্যান বিভাগ। প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই দেশটিতে স্বাভাবিক চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়।

দেশজুড়ে ডাকা হয় লকডাউন। ফলে দেশটির অর্থনীতিতে ফেব্রুয়ারির চেয়ে মার্চে রেকর্ড ৫.৮ শতাংশ ধস হয়।

সংস্থাটির তথ্যমতে, গেলো বছরের শেষ প্রান্তিকের তুলনায় এ বছর প্রথম তিনমাসে দেশটির জিডিপি ২ শতাংশ হ্রাস পায়। যা ছিলো ২০০৮ সালের চরম অর্থনৈতিক সঙ্কটের পর প্রথম কোন প্রান্তিকের রেকর্ড ধস। তবে অর্থনীতিবিদরা এর চেয়েও বেশি ধস আশঙ্কা করেন। তাদের ভাষ্যমতে, ২.৫ শতাংশ জিডিপি কমে যাবে বছরের প্রথম প্রান্তিকে।

সংস্থাটি আরো জানায়, ইউরোপের সামগ্রিক ধসের তুলনায় এটাকে ছোট ধস বলা যায়। করোনার কারণে পুরো ইউরোপজুড়ে লকডাউন থাকায় প্রথম প্রান্তিকে ইউরোপের সামগ্রিক জিডিপি এবার ৩.৮ শতাংশ হ্রাস পায়।

প্রতিবেদনে বলা হয়, করোনা মোকাবেলায় টানা দুই মাস দেশজুড়ে লকডাউন থাকায় দেশটির বাণিজ্যিক কাঠামো অনেকটা ভেঙে পড়েছে। যে কারণে মার্চের চেয়ে এপ্রিলের ধস বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ বিষয়ে ব্রিটিশ চ্যাম্বারস অব কমার্স’র প্রধান সুরেন থিরু বলেন, করোনার কারণে এত কম সময়ে যুক্তরাজ্যের অর্থনীতিতে এত পরিমাণ ক্ষতি হবে আগে কখনও ভাবিনি। প্রথম প্রান্তিকের এ ধস থেকে ধারনা করা যায়, দ্বিতীয় প্রান্তিকেও আরো বড় ধরনের ধসের দিকে এগোচ্ছে দেশ।

এমএম

  • সর্বশেষ
  • পঠিত