ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

ইতিহাসের কঠিনতম মন্দার মুখে জাপান

ইতিহাসের কঠিনতম মন্দার মুখে জাপান

গত সাড়ে চার বছরে এই প্রথম আর্থিক মন্দার মুখে পড়ল জাপানের অর্থনীতি। যুদ্ধ পরবর্তী সময়ে এর আগে কখনও এমন ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবলা করতে হয়নি জাপানকে। করোনাভাইরাসের গভীর প্রভাব পড়েছে দেশটির শিল্প ও ব্যবসা খাতে।

সোমবার প্রকাশিত প্রথম কোয়ার্টারে জিডিপি ডাটা অনুযায়ী করোনা সংক্রমণের জেরে তলানিতে এসে দাঁড়িয়েছে দেশের রপ্তানি বাণিজ্য। ২০১১ সালের ভূমিকম্পের পর এই প্রথম জাপানি দ্রব্যের রপ্তানি এমন অবস্থায় এসে দাঁড়াল।

বিশেষজ্ঞরা অবশ্য সতর্ক করে দিয়ে বলেছেন, এখানেই শেষ নয়। আগামীতে আরও খারাপ হতে পারে দেশের আর্থিক পরিস্থিতি।

করোনা সংক্রমণের বিস্তার রোধে এপ্রিল মাসে জাপানে জারি করা হয়েছিল লকডাউন। বন্ধ করে দেওয়া হয়েছিল বিভিন্ন ব্যবসা। যার কঠিন প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে।

মিজি ইয়াসুদারে আরচ ইনসুদা রিসার্স ইনস্টিটিউটের প্রধান অর্থনীতিবিদ উইচি কোডামা জানিয়েছেন, ‘পুরোপুরি অর্থনৈতিক মন্দার মুখে পড়েছে জাপান।’

প্রসঙ্গত, বিশ্বের তৃতীয় বৃহত্তর অর্থনীতির দেশ জাপান। মিডিয়ান মার্কেটের পূর্বাভাস ছিল, করোনার প্রভাবে দেশটির জিডিপি পড়বে ৪.৬ শতাংশের আসপাশে। অতটা না হলেও, প্রথম কোয়ার্টারে ৩.৪ শতাংশ পতন হয়েছে জিডিপি-তে। প্রথম কোয়ার্টারে রপ্তানি পড়েছে ৬ শতাংশ।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত