ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

‘আম্পান’ ধ্বংসলীলায় আটলান্টিক মহাসাগরের ভয়াবহ টাইফুনের সমকক্ষ

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৮ মে ২০২০, ২১:৩৭

‘আম্পান’ ধ্বংসলীলায় আটলান্টিক মহাসাগরের ভয়াবহ টাইফুনের সমকক্ষ
প্রতীকী ছবি

সাইক্লোনিক স্টর্ম আম্পান অতি দ্রুত সুপার সাইক্লোনে পরিণত হয়ে এত তাড়াতাড়ি শক্তি বাড়াচ্ছে এই ঝড় যে সাইক্লোনের ক্যাটাগরি-৫ এর আওতায় এসেছে এই ঘূর্ণিঝড়৷ আর মারাত্মক এই ঘূর্ণিঝড় ভয়ানক আকারে ঝাঁপিয়ে পড়তে চলেছে অন্যতম দুটি বহুল জনবসতিপূর্ণ জায়গা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে।

ক্যাটাগরি ৫ সাইক্লোনের মানে হল এটা সেই রকমের ঘূর্ণিঝড় যেখানে ২৫২ কিলোমিটার প্রতি ঘণ্টা হিসেবে ঝড় ঝাঁপিয়ে পড়ে ৷ অর্থাৎ ১ মিনিটে ১০ মিটার দূরত্বে পার করে এই ধরণের ঝড় ৷ এবং এই সাইক্লোনের হাওয়ার গতি অ্যাসিমেট্রিক হয়।

কতটা মারাত্মক হতে পারে এই সাইক্লোন?

এই প্রশ্নের উত্তর হবে, ভীষণই ধ্বংসাত্মক এই সাইক্লোন ৷ ঝাঁকে ঝাঁকে হাওয়া বারংবার ভূমির ওপর আছড়ে পড়তে থাকে৷ আর ল্যান্ডফলের সময় এর গতিবেগ হতে পারে ২৮০ কিলোমিটাক প্রতি ঘণ্টা।

এই সাইক্লোনের প্রভাব এতটাই মারাত্মক যে ক্যাটাগরি ৫ সাইক্লোনের ধ্বংসাত্বক প্রকৃতি বোঝানোর জন্য সেটাকে সুপার টাইফুন বা আটলান্টিকের ক্যাটগারি ৫ টাইফুনের সঙ্গেও তুলনা করা হয়। সূত্র: নিউজ ১৮।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত