ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

করোনার মধ্যে আসামে ভয়াবহ বন্যা, বিপর্যস্ত জনজীবন

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৬ মে ২০২০, ১৪:২৫

করোনার মধ্যে আসামে ভয়াবহ বন্যা, বিপর্যস্ত জনজীবন

ভারতের আসামে বন্যার পানিতে প্লাবিত হয়েছে ১২৭টি গ্রাম। যার ফলে আসামের ৩০ হাজারের বেশি মানুষ এখন পানি বন্দি। এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

করেনা সঙ্কটের মধ্যে এই বন্যা আসামের জনজীবনকে করেছে বিপর্যস্ত। বন্যায় সবচেয়ে বেহাল গোয়ালপাড়া। সেখানে ৮৯টি গ্রামের প্রায় ২৩ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, ঘূর্ণিঝড় আম্পানের ধাক্কায় শুরু হওয়া প্রবল বর্ষণে রাজ্যের পাঁচ জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভয়াবহ বন্যায় লখিমপুর, ধেমাজি, ডিব্রুগড়, ডারাং ও গোয়ালপাড়ায় ৩০ হাজারের বেশি মানুষ বিধ্বস্ত। ১২৭টি গ্রাম বন্যার কবলে পড়েছে। তলিয়ে গেছে ৫৭৯ হেক্টর ফসলি জমি।

এ প্রসঙ্গে আসামের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, করোনা সঙ্কটের মধ্যে এই ভয়াবহ বন্যার কবলের সময় বাইরে আটকা ব্যক্তিদের উচিত ১০ জুনের মধ্যে রাজ্যে ফিরে আসা। তাহলে রাজ্য বন্যা মোকাবেলায় ফোকাস করতে পারবে।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত