ঢাকা, শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

আড়াই মাস পর মুসল্লিদের জন্য উন্মুক্ত মসজিদে আল আকসা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০১ জুন ২০২০, ১৮:২৭

আড়াই মাস পর মুসল্লিদের জন্য উন্মুক্ত মসজিদে আল আকসা

করোনা সংক্রমণ রোধে দীর্ঘ আড়াই মাস বন্ধ থাকার পর ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত বায়তুল মোকাদ্দাস মসজিদ খুলে দেওয়া হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স এর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

রোববার (৩১ মে) ফজরের নামাজ আদায়ের মধ্যদিয়ে মুসলমানদের প্রথম কিবলা ও তৃতীয় সর্বোচ্চ সম্মানিত এ মসজিদ খুলে দেওয়া হয়।

এ সময় আগত মুসল্লিদের অভিনন্দন জানান আল আকসা মসজিদের পরিচালক ওমর আল কিসওয়ানি। মসজিদে প্রবেশের জন্য রাত থেকে মুসল্লিরা অধীর অপেক্ষায় ছিলেন। অনেককে মসজিদ চত্বরে কাঁদতেও দেখা গেছে।

উল্লেখ্য করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ১৫ মার্চ আল আকসা মসজিদে নামাজ পড়া বন্ধ করা হয়। মাঝখানে পুরো রমজান এবং পবিত্র ঈদুল ফিতর অতিবাহিত হয়।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত