ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

গ্রেপ্তার আতঙ্কে হংকং ছাড়লেন গণতন্ত্রপন্থি নেতা

  জার্নাাল ডেস্ক

প্রকাশ : ০৩ জুলাই ২০২০, ১৪:৩২

গ্রেপ্তার আতঙ্কে হংকং ছাড়লেন গণতন্ত্রপন্থি নেতা

হংকং ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন গণতন্ত্রপন্থি নেতা নাথান ল। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন নাথান ল নিজেই। বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

বেইজিংয়ের চাপিয়ে দেয়া নতুন নিরাপত্তা আইনে গণতন্ত্রপন্থি বেশ ক’জন নেতাকর্মীকে আটকের মধ্যেই চীননিয়ন্ত্রিত এ শহর ছাড়লেন তিনি।

সাবেক এ ছাত্রনেতা ২০১৪ সালে হংকংয়ের ‘আমব্রেলা আন্দোলনের’ পর জেল খেটেছিলেন। এখন বাইরে থেকেই হংকংয়ের গণতন্ত্রের জন্য লড়বেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

মঙ্গলবার চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ১৬২ সদস্যের সম্মতিতে নতুন যে জাতীয় নিরাপত্তা আইন পাস হয়েছে, তাতে হংকংয়ে বিচ্ছিন্নতাবাদ, কর্তৃপক্ষকে অবমাননা, সন্ত্রাসবাদ ও জাতীয় নিরাপত্তা বিপন্ন করতে বিদেশি বাহিনীর সঙ্গে আঁতাতের সর্বোচ্চ সাজা হিসেবে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

ওই রাত থেকেই হংকং সরকার আইনটি কার্যকরের ঘোষণা দেয়। নতুন এ আইনটিকে হংকংয়ের বিশেষ স্বায়ত্তশাসন ও স্বাধীনতার জন্য হুমকি হিসেবে বর্ণনা করে আসছেন গণতন্ত্রপন্থি আন্দোলনকর্মীরা।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত