ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

‘উগ্র বামদের’ হারানোর প্রতিশ্রুতি ট্রাম্পের

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৬ জুলাই ২০২০, ১২:৪৯

‘উগ্র বামদের’ হারানোর প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে দেয়া গভীর বিভাজন সৃষ্টিকারী এক ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘উগ্র বামদের’ পরাজিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। গত শনিবারের ভাষণে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক বিভিন্ন স্মারক ও ভাস্কর্যের বিরুদ্ধে বিক্ষোভের নিন্দা জানিয়ে তিনি একে যুক্তরাষ্ট্রকে ধ্বংসের চেষ্টা হিসেবে অভিহিত করেছেন।

বরাবরের মতো কোনো প্রমাণ বা তথ্য-উপাত্ত না দিয়ে রিপাবলিকান প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তদের ৯৯ শতাংশের রোগই ‘মামুলি’। মহামারি মোকাবেলায় যুক্তরাষ্ট্র প্রশাসনের ‘অদক্ষতায়’ বিরোধীদের চরম সমালোচনার মুখে পড়া ট্রাম্প তার ৪ জুলাইয়ের (স্বাধীনতা দিবস) ভাষণে নতুন করোনাভাইরাস নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য চীনকে ‘অবশ্যই জবাবদিহি’ করতে হবে বলে মন্তব্য করেছেন।

ট্রাম্প যেখানে দাঁড়িয়ে ভাষণ দিয়েছেন তার কয়েক গজ দূরে সড়ক আটকে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি করেছে বর্ণবাদবিরোধী আন্দোলনকারীরা। হোয়াইট হাউসের সামনের ব্ল্যাক লাইভস ম্যাটার প্লাজা ও পাশের লিংকন মেমোরিয়ালের আশপাশের সড়কগুলোতে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখায় তারা। এসব স্থানে ট্রাম্প সমর্থকরা ‘যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র’ স্লোগানে পাল্টা বিক্ষোভ দেখালেও দুই পক্ষের মধ্যে সহিংসতার কোনো খবর পাওয়া যায়নি।

মের শেষ সপ্তাহে মিনিয়াপোলিসে পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রজুড়ে পুলিশি নির্যাতন ও বর্ণবৈষম্যের বিরুদ্ধে গড়ে উঠা আন্দোলনে দেশটির লাখ লাখ নাগরিক অংশ নিচ্ছে। সূত্র: সিএনএন, বিবিসি।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত