ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধের ঘোষণা দিলেন ট্রাম্প

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০২ আগস্ট ২০২০, ০০:০৯

যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধের ঘোষণা দিলেন ট্রাম্প
ফাইল ছবি

ভিডিও শেয়ারিংয়ের জনপ্রিয় চীনা অ্যাপ টিকটক বন্ধের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শোনা যাচ্ছে অ্যাপ বন্ধ করতে শিগগিরই নির্বাহী আদেশ জারি করবেন বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার বিবিসির খবরে বলা হয়, ট্রাম্প সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। এয়ারফোর্স ওয়ান বিমানে সাংবাদিকদের তিনি বলেন, ‘টিকটক আমাদের জন্য উদ্বেগের বিষয়। আমরা এটা বন্ধ করে দেয়ার উদ্যোগ নিচ্ছি।’

এর আগে মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা আশঙ্কা করেন, এই অ্যাপ ব্যবহার করে যুক্তরাষ্ট্রের জনগণের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে চীন।

টিকটক কর্তৃপক্ষ শুরু থেকেই এমন আশঙ্কাকে ভিত্তিহীন বলে আসছে। তারা বলছে, এই অ্যাপ চীন সরকারের নিয়ন্ত্রিত নয় এবং তারা চীন সরকারের সঙ্গে তথ্য বিনিময় করে না।

টিকটক বন্ধে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণার পর এ বিষয়ে টিকটকের পক্ষ থেকে সরাসরি কোনো মন্তব্য করা হয়নি। তবে টিকটকের একজন মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রে টিকটকের সাফল্যের ব্যাপারে তারা অত্যন্ত আশাবাদী।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত