ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

বৈরুতে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৫ আগস্ট ২০২০, ০০:০৪  
আপডেট :
 ০৫ আগস্ট ২০২০, ০০:১৪

বৈরুতে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা

লেবাননের রাজধানী বৈরুতে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়াসহ বহু মানুষ আহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

মঙ্গলবার শহরের বন্দর এলাকা এই বিস্ফোরণ ঘটে।

রয়টার্স বার্তা সংস্থা কয়েকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে ধ্বংসস্তুপ থেকে ১০ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বৈরুতে ভয়াবহ এ বিস্ফোরণে কয়েকশ লোক আহত হয়েছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসানের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এ বিস্ফোরণের ঘটনায় প্রচুর মানুষ হতাহত এবং বড়ধরণের ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিবিসি আরও জানিয়েছে, দ্বিতীয় আরেকটি বিস্ফোরণেরও খবর পাওয়া গেছে। তবে এ খবর নিশ্চিত হওয়া যায়নি।

ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, বিস্ফোরণের আগে বন্দরের কাছে আতশবাজির একটি গুদামে আগুন লেগেছিল।

প্রত্যক্ষদর্শীদের মতে, ঘটনাস্থলের ১০ কিলোমিটার দূরের বাড়িগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকায় স্থানীয়ভাবে তোলা ছবি ও ভিডিওতে বড় ধোঁয়ার কুন্ডলী এবং ধসে পড়া বাড়িঘর দেখা গেছে।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত