ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

বৈরুতে বিস্ফোরণে মৃত্যু বেড়ে ১৩৭

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৬ আগস্ট ২০২০, ১৫:৩২

বৈরুতে বিস্ফোরণে মৃত্যু বেড়ে ১৩৭

লেবাননের রাজধানী বৈরুতে ৪ আগস্ট বিস্ফোরণের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১৩৭ জনে দাঁড়ালো। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এতথ্য জানিয়েছে। এ ঘটনায় অন্তত ৫ হাজার মানুষ আহত হয়েছেন বলে জানায় তারা।

বিস্ফোরণে শহরের প্রায় অর্ধেক ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। গৃহহীন হয়ে পড়েছেন ৩ লাখের মতো মানুষ। তাদের নিজ ঘরে ঠাঁই দিতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছে বেশ কয়েকজন। তুরস্ক ও ফ্রান্স তাদের উদ্ধারকারী দল ও সহায়তা পাঠিয়েছে।

জানা গেছে, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন লেবাননে যাচ্ছেন এবং সরাসরি তিনি বিস্ফোরণের কেন্দ্রস্থল বৈরুত বন্দরে যাবেন।

এদিকে বিস্ফোরণের ঘটনায় এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছে। বিশেষ করে ওই সময় যারা অফিসে কাজ করছিলেন। রেড ক্রসের স্বেচ্ছাসেবীদের আশঙ্কা মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। লেবানিজ রেড ক্রস, সেনাবাহিনীর সদস্য ও স্বেচ্ছাসেবীরা এখনও ধ্বংসস্তুপের নিচে নিখোঁজদের উদ্ধারে কাজ করছেন।

আরএ

  • সর্বশেষ
  • পঠিত