ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫৪ মিনিট আগে
শিরোনাম

করোনা ঝুঁকি যাচাইয়ে কনসার্টের আয়োজন

করোনা ঝুঁকি যাচাইয়ে কনসার্টের আয়োজন

করোনাভাইরাসের ঝুঁকি নিয়ে গবেষণা করতে জার্মানীতে বিজ্ঞানীদের সহায়তায় হাল্লে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একদিনেই তিনটি পপ কনসার্টের আয়োজন করা হয়েছে। কনসার্টে ধারণ ক্ষমতার তিনভাগের একভাগ সিটে ১৮ থেকে ৫০ বছরের ১৫শ স্বাস্থ্যবান ভলান্টিয়ার অংশগ্রহণ করেন। খবর বিবিসির।

শিল্পীরাও এ ধরণের কনসার্টে গান পরিবেশন করতে রাজি হয়। ফলে গবেষক দলের প্রধান জেইপজিং এ আয়োজন ককরতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন। এপ্রিলের পর সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্ত হওয়ায় এ গবেষণা পরিচালনা করা হয়। করোনার মধ্যেই এ ধরণের আয়োজনের সম্ভাব্যতা যাচাই করতে ‘রিস্টার্ট-১৯ নামের গবেষণা চালানো হয়েছে বলে জানানো হয়।

উল্লেখ্য, দেশটিতে এখনো পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ লাখ ৩২ হাজার ৮২ জন।

  • সর্বশেষ
  • পঠিত