ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

বিদেশি এজেন্ট হচ্ছে আলজাজিরার এজে+

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২০, ১২:০১

বিদেশি এজেন্ট হচ্ছে আলজাজিরার এজে+

মার্কিন জাস্টিস ডিপার্টমেন্ট থেকে কাতারের গণমাধ্যম আলজাজিরার বিশেষায়িত চ্যানেল এজে (+) প্লাসকে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেয়ার ক্ষেত্রে কাতারের বিদেশি এজেন্ট হিসেবে তালিকাভুক্ত করার কথা বলা হয়েছে। আলজাজিরার এ চ্যানেলটি তরুণদের নিয়ে সামাজিক মাধ্যমে ভিডিও নিয়ে কাজ করে থাকে। খবর আবর নিউজের।

মার্কিন কংগ্রেস সদস্যরা আলজাজিরা চ্যানেলকেই বিদেশি এজন্ট হিসেবে তালিকাভুক্ত করতে চাওয়ার কয়েক মাস পরে এমন সিদ্ধান্ত আসলো। সোমাবার সংস্থাটির পক্ষ থেকে প্রকাশিত এক চিঠিতে বলা হয় আলজাজিরা তাদের অন্তর্ভুক্ত এজে+ এর অর্থায়ন করে থাকে। ইংরেজি, আরবি, ফ্রেন্স ও স্পেনিস ভাষায় ভিডিও প্রকাশ করে থাকে এজে+। বিদেশি এজেন্ট হিসেবে তালিকাভুক্ত সংস্থা বিশ্বের বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। রাজনৈতিক বিভিন্ন বিষয়ে অংশগ্রহণ ও দুই দেশের সম্পর্ক নিয়ে কাজ করে সংস্থাটি।

এর আগে ২০১৭ সালে আলজাজিরা বন্ধ করে দেয়ার জন্য কাতারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল সৌদিআরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর এবং বাইরাইন। এজে+ ধারাবাহিকভাবে বিভিন্ন বিতর্কিত ইস্যু নিয়েও কাজ করে থাকে।

বাংলাদেশ জার্নাল/নকি

  • সর্বশেষ
  • পঠিত