ঢাকা, বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ আপডেট : ৩ ঘন্টা আগে
শিরোনাম

করোনার ফলাফল জানা যাবে ৯০ মিনিটে

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২০, ১১:৫২

করোনার ফলাফল জানা যাবে ৯০ মিনিটে

করোনা পরীক্ষায় দ্রুত সময়ের মধ্যে সঠিক ফলাফল দিতে কাজ করে যাছে বিভিন্ন দেশের বিজ্ঞানীর। এবার বিশেষায়িত ল্যাবরোটারিতে পরীক্ষা ছাড়াই সাধারণভাবে পরীক্ষা করেই ৯০ মিনিটে করোনার সঠিক ফলাফল জানা যাবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। ইমপেরিয়াল কলেজ অব লন্ডনের একদল গবেষক সম্প্রতি একটি গবেষণায় তুলনামূলক সহজ পদ্ধতিতে ’ল্যাব-অন-এ-চিপ’ এ করোনা পরীক্ষার বিষয়টি সামনে নিয়ে আসে। খবর বিবিসির।

ওই চিপটি করোনাভাইরাস সংক্রমণ সঠিকভাবে নির্ণয় করতে সক্ষম বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। ডিভাইসটি ইতিমধ্যে আটটি এনএইচএস হাসপাতালে ভাইরাস বহনকারী রোগীদের দ্রুত শনাক্ত করতে ব্যবহার হচ্ছে। তবে অনেক বিশেষজ্ঞ বলছেন, এতে সঠিক ফলাফল নির্ণয়ে সমস্যা দেখা দিতে পারে।

ল্যাবের পরীক্ষার সাথে র‌্যাপিট টেস্ট পরীক্ষার ফলাফল ৯৪ % মিলছে বলেও জানানো হয়। দেশটিতে ইতোমধ্যে ৫ হাজার র‌্যাপিট টেস্ট কিটের অর্ডার দেওয়া হয়েছে। তবে এই যন্ত্রটির একদিকে সমস্যাও রয়েছে। ওই একটি মেশিন দিয়ে একসাথে একটি পরীক্ষা যায় শুধু। ফলে দিনে মাত্র ১৬টি পরীক্ষা করা সম্ভব।

বাংলাদেশ জার্নাল/নকি

  • সর্বশেষ
  • পঠিত