ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

চীন ভেঙে যাওয়ার কারণ হবে দুর্নীতি

  অনলাইন ডেস্ক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০১৭, ০৬:০৬  
আপডেট :
 ১৬ নভেম্বর ২০১৭, ০৬:২৬

চীন ভেঙে যাওয়ার কারণ হবে দুর্নীতি
প্রতীকী ছবি

দুর্নীতিই চীনকে শেষ করে দিতে পারে। দুর্নীতির বিরুদ্ধে সাফল্য না পেলে সোভিয়েতের মতো চীনেরও পতন অসম্ভব নয় বলে মন্তব্য করলেন চীনা কমিউনস্ট পার্টির এক পলিটব্যুরো সদস্য।

বুধবার চীনের কমিউনিস্ট পার্টির মুখপত্র ‘‌পিপপল ডেলি’‌তে ইয়ং শিয়াডুর নিবন্ধে এমন আশঙ্কার কথা জানানো হয়েছে। কমরেডরা নিয়ন্ত্রিত জীবনযাপন করছেন কিনা তা দেখার ভার ছিল তার ওপর।

গত মাসে সেন্ট্রাল কমিশন ফর ডিসিপ্লিন ইন্সপেকশন কমিটির ডেপুটি সেক্রেটারি ইয়ংকে ২৫ সদস্যের পলিটব্যুরোর স্থান দেয়া হয়। বরাবরই দুর্নীতির বিরুদ্ধে আপোসহীন তিনি। কিছুটা বেনজিরভাবে ইয়ং আগের নেতাদের দুর্নীতি নিয়ে আলগা মনোভাবের সমালোচনা করেছেন।

তার কথায়, ‘‌এটা এমন জায়গায় এসে পৌঁছেছে যে সংশোধন করা না হলে দেশের রং বদলে যাবে।’‌

দলীয় আনুগত্য না মানলে কী হয়, তা তুলে ধরতে কমিউনিস্ট ক্যাডারদের সোভিয়েত উয়নিয়নের পতন পড়তে পরামর্শ দেয়া হয়।

আগের নেতাদের মতো প্রেসিডেন্ট শি জিনপিং-ও বিশ্বাস করেন, দলের নিয়ন্ত্রণ হালকা করলে দেশ ভেঙে যেতে পারে। এই অবস্থায় ক্ষমতার নিয়ন্ত্রণ নয়, দুর্নীতিকেই দেশ ভাঙার কারণ বলে জানালেন তিনি।

  • সর্বশেষ
  • পঠিত