ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

সিঙ্গাপুরে করোনাকালে সন্তান নিলেই টাকা

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২০, ১৬:৫১  
আপডেট :
 ০৭ অক্টোবর ২০২০, ১৭:৪৩

সিঙ্গাপুরে করোনাকালে সন্তান নিলেই টাকা

করোনার এ সময়ে সন্তান জন্মদান করলে এককালীন টাকা প্রদানের ঘোষণা দিয়েছে সিঙ্গাপুর সরকার। দেশটির উপধানমন্ত্রী বলেন করেনার এ সময়ে যারা আর্থিক চাপে এবং চাকরি নিয়ে চিন্তিত রয়েছে তাদের জন্য এ প্রণোদনা সহায়ক হবে। খবর সিএনএনের।

করোনার কারণে অনেকে সন্তান জন্মদানের সিদ্ধান্ত থেকে পিছিয়ে গেছেন বলে মন্তব্য করেন হেং সুয়ে কিয়াট। সোমবার তিনি বলেন, এটা নিশ্চত বোঝা যায় যখন তাদের নিজেদের আয় নিয়েই তারা চিন্তিত আছেন। সেক্ষেত্রে সরকারের এ অফার তাদের জন্য কাজে আসবে বলে জানালেও কত টাকা সহায়তা করা হবে সে বিষয়ে কোন ধারণা দেননি তিনি।

দেশটিতে এখন প্রতি নারীর অনুপাতে শিশু জন্মহার ১.১৪। তবে মানুষের স্বাভাবিক প্রজন্ম ধরে রাখতে কোন দেশে প্রতি নারীর অনুপাতে জন্মহার হওয়া দরকার ২.১টি শিশু। তবে অধিকাংশ উন্নত দেশ এ অনুপাতের অনেক নিচে অবস্থান করছে।

বাংলাদেশ জার্নাল/নকি

  • সর্বশেষ
  • পঠিত