ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

৭২ শতাংশ ভারতীয়-মার্কিনির পছন্দ বাইডেনকে

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২০, ১৩:০১

৭২ শতাংশ ভারতীয়-মার্কিনির পছন্দ বাইডেনকে

প্রায় তিন-চতুর্থাংশ ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনকে ভোট দেওয়ার পরিকল্পনা করেছেন। নতুন এক জরিপে এ তথ্য উঠে এসেছে। খবর রয়টার্সের।

ইন্ডিয়ান আমেরিকান অ্যাটিটিউড সার্ভে তথা আইএএএস’এর সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে, প্রায় ৭২ শতাংশ ভারতীয়-মার্কিনি ভোটারের সমর্থন রয়েছে ডেমোক্রে প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডনের দিকে। মাত্র ২২ শতাংশ ভোট পেতে পারেন ট্রাম্প। ৯৩৬ জন ভারতীয় আমেরিকান এই জরিপে অংশ নেন। গত ১ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত জরিপ চলে।

নির্বাচনে লড়াই যখন হাড্ডাহাড্ডি হয়ে যায় তখন বিদেশি বংশোদ্ভূত নাগরিকদের ভোটই গুরুত্বপূর্ণ হয়ে উঠে। ভারতীয় আমেরিকানদের বাইডেনকে পছন্দ করার অন্যতম একটি গুরুত্বপূর্ণ কারণ নিঃসন্দেহে কমলা হ্যারিসন। বাইডেনের রানিংমেট কমলার মা ভারতীয়।

উল্লেখ্য, ভারতে মোদীর বিরুদ্ধে যেভাবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে গণআন্দোলন হচ্ছে তাতে বাইডেন ক্ষমতায় এলে দেশটির বিরুদ্ধে তিনি কঠোর ব্যবস্থা নিতে পারেন বলে আমেরিকার ভারতীয় কমিউনিটিতে গুঞ্জন আছে।

আরো পড়ুন: ফাউসির বক্তব্য বিকৃত করে ট্রাম্পের প্রচারণা

বাংলাদেশ জার্নাল/নকি

  • সর্বশেষ
  • পঠিত