ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৭ মিনিট আগে
শিরোনাম

বিশ্বে করোনায় মৃত্যু ১১ লাখ ছাড়াল

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২০, ১১:২৯  
আপডেট :
 ১৬ অক্টোবর ২০২০, ১১:৩৮

বিশ্বে করোনায় মৃত্যু ১১ লাখ ছাড়াল

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারি করোনায় বিপর্যস্ত পুরো দুনিয়া। দিন দিন বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। বিশ্বের ২১৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া প্রাণঘাতী এ ভাইরাসে এরই মধ্যে বিশ্বে মৃত্যু ১১ লাখ ছাড়িয়ে গেছে।

গবেষণাভিত্তিক আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত ৩ কোটি ৯১ লাখ ৭৫ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১১ লাখ ২ হাজার ৯৪১ জন রোগীর। সংক্রমিতদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৯৩ লাখ ৭৮ হাজার ৭৩৯ জন।

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় সবচেয়ে এগিয়ে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ২ লাখ ২২ হাজার ৭১৭ জনের মৃত্যু হয়েছে। করোনায় সংক্রমিত হয়েছেন ৮২ লাখ ১৬ হাজার ৩১৫ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে ওঠেছেন ৫৩ লাখ ২০ হাজারের বেশি রোগী।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। দেশটিতে মৃত্যু হয়েছে এক লাখ ৫২ হাজার ৫১৩ জনের। এছাড়া আক্রান্তের হিসেবে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃতের হিসেবে তিনে রয়েছে। দেশটিতে এক লাখ ১২ হাজার ১৬১ জনের মৃত্যু হয়েছে। চারে থাকা মেক্সিকোতে ৮৫ হাজার ২৮৫ জন মারা গেছেন। এছাড়া যুক্তরাজ্যে ৪৩ হাজার ২৯৩ জন, ইতালিতে ৩৬ হাজার ৩৭২ জন, পেরুতে ৩৩ হাজার ৫৭৭ জনের মৃত্যু হয়েছে।

ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৭৩ লাখ ৬৫ হাজার ৫০০ জনের বেশি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৪ লাখ ৪৮ হাজার ৬০০ জনের বেশি সংক্রমিত রোগী।

আক্রান্তের হিসেবে তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৫১ লাখ ৭০ হাজার ৯৯৬ জন মানুষ সংক্রমিত হয়েছেন। দেশটিতে সংক্রমিতদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৫ লাখ ৯৯ হাজার ৪৪৬ জন রোগী।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১৩ লাখ ৫৪ হাজারের বেশি। এর মধ্যে মারা গেছেন ২৩ হাজার ৪৯১ জন। সুস্থ হয়ে ওঠেছেন ১০ লাখ ৪৮ হাজার ৯৭ জন।

পঞ্চম স্থানে উঠে আসা স্পেনে করোনায় সংক্রমণের সংখ্যা ৯ লাখ ৭২ হাজার ৯৫৮ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৩ হাজার ৫৫৩ জনের।

প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ১৬ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৩ লাখ ৮৪ হাজার ৫৫৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ হাজার ৬০৮ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন প্রায় ৩ লাখ রোগী।

এদিকে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যা অনুযায়ী, করোনায় মৃত্যুর সংখ্যা কিছুটা কম। পরিসংখ্যান বলছে– বাংলাদেশ সময় শুক্রবার পর্যন্ত বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ১০ লাখ ৯৭ হাজার ১৮৯ জনের। এদের মধ্যে প্রায় অর্ধেক মারা গেছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারতে।

এ ছাড়া শুক্রবার সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৮৮ লাখ ৩৩ হাজার ৩২ জন। করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে বিশ্বজুড়ে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৬৮ লাখ ৯ হাজার ৪৭৪ জন।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত