ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

করোনা মোকাবেলা

ইউরোপ-আমেরিকাকে এশিয়া থেকে শিখতে হবে: হু

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২০, ১৩:০৫  
আপডেট :
 ২০ অক্টোবর ২০২০, ১৭:৪৬

ইউরোপ-আমেরিকাকে এশিয়া থেকে শিখতে হবে: হু

করোনা মোকাবেলায় ইউরোপ ও উত্তর আমেরিকান দেশগুলোকে এশিয়ার দেশগুলো থেকে শিক্ষা নিতে বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। রোগিদের যথাযথ কোয়ারেন্টাইন করতে পেরেছে এশিয়ার দেশগুলো। সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, সংক্রমিত ব্যক্তিকে যথাযথভাবে কোয়ারেন্টাইন করতে ইউরোপের দেশগুলোর ব্যর্থতার জন্যই সংক্রমণ বেড়েছে। খবর রয়টার্সের।

সংস্থাটির জুরুরি বিভাগের প্রধান মাইক রায়র বলেন, গত সপ্তাহে ইউরোপে প্রায় সাড়ে আট হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। যার মধ্যে প্রায় ৫০ শতাংশ মৃত্যু বেড়েছে অঞ্চলটির অর্ধেক সংখ্যক দেশগুলোতে। অন্যদিকে গত কয়েক মাসে অস্ট্রেলিয়া, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়াতে সংক্রমণের হার কমেছে। এসব দেশের জনগন সরকারের বিধিনিষেধ ভালোভাবে মেনে চলেছে বলেও সংবাদ সম্মেলন থেকে জানানো হয়।

এশিয়ার দেশগুলো প্রতিরোধ ব্যবস্থা অব্যাহত রাখলেও ইউরোপের অনেক দেশ নিজেদের করোনামুক্ত ঘোষণা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছিলো। তবে এশিয়ান দেশগুলো সতর্কতার সাথে তাদের করোনা পরিস্থিতি মোকাবেলায় তাদের প্রচেষ্টা চালিয়ে গেছে। তাই ইউরোপ ও আমেরিকান দেশগুলোকে এশিয়ার মতো কঠোর কোয়ারেন্টাইন নিশ্চিত করার আহ্ববান জানিয়েছে বিশ্বের সর্বোচ্চ এ স্বাস্থ্য সংস্থাটি।

বাংলাদেশ জার্নাল/নকি

  • সর্বশেষ
  • পঠিত