ঢাকা, শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

মাস্ক না পরা ক্রেতার কাণ্ড!

  অন্যরকম ডেস্ক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২০, ১৭:১৫  
আপডেট :
 ৩১ অক্টোবর ২০২০, ১৭:৩৫

মাস্ক না পরা ক্রেতার কাণ্ড!
প্রতীকী ছবি

জার্মানির বাভারিয়ার জিনডর্ফ শহরের এক শপিং সেন্টারে মাস্ক ছাড়া ঢুকে পড়েন এক ক্রেতা। নিরাপত্তাকর্মী বাঁধা দেয়ায় তিনি নিরাপত্তাকর্মীকে মারধর করেন।

বর্তমান পরিস্থিতিতে জার্মানির যে কোনো দোকানে ঢুকতে হলে মাস্ক পরা বাধ্যতামূলক। ৪১ বছর বয়সি ওই ক্রেতামাস্ক ছাড়াই শপিং সেন্টারের এক সুপার মার্কেটে ঢুকে পড়লে একজন নিরাপত্তা কর্মচারী তার দৃষ্টি আকর্ষণ করেন।

পরে পুলিশ আসায় ক্রেতা পুলিশকে জানান যে, তার জন্য মাস্ক পরা বাধ্যতামূলক নয় এবং এ ব্যাপারে তার কাছে ডাক্তারের সার্টিফিকেট রয়েছে। তবে তিনি তা তখন দেখাতে রাজি হননি।

নিরাপত্তাকর্মী তাকে দোকান থেকে চলে যেতে বলায় তিনি আক্রমণাত্মক হয়ে ওঠেন এবং নিরাপত্তা কর্মীর গালে চড় মারেন। ফলে তার দাঁতের একটি অংশ ভেঙে যায় বলে বৃহস্পতিবার নুরেমবার্গ শহরের পুলিশ জানিয়েছে। নিরাপত্তাকর্মীকে শারীরিক আঘাতের অভিযোগ তদন্ত করছে পুলিশ।

তবে পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ডাক্তারের সার্টিফিকেটটি তার সাথেই ছিল এবং সেটা পরে তিনি স্বেচ্ছায় দেখিয়েছেন।

বাংলাদেশ জার্নাল/এইচকে

অন্যরা যা পড়ছে:

> করোনায় জরুরি প্রয়োজনে যোগাযোগ

> করোনা থেকে সুস্থ ৩ কোটি ২৯ লাখ

> করোনায় উপজেলা চেয়ারম্যানের মৃত্যু

> পেনসিলভানিয়ায় ১০ হাজার ব্যালটের হদিস নেই!

> ভারতের মানচিত্র থেকে কাশ্মীর বাদ দিল সৌদি

  • সর্বশেষ
  • পঠিত