ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

সন্ত্রাসবাদের মদদদাতা উত্তর কোরিয়া: ট্রাম্প

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২১ নভেম্বর ২০১৭, ১১:০৬  
আপডেট :
 ২১ নভেম্বর ২০১৭, ১১:০৮

সন্ত্রাসবাদের মদদদাতা উত্তর কোরিয়া: ট্রাম্প

সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, উত্তর কোরিয়াকে পুনরায় ‘কালো তালিকা’ ভুক্ত করবে তার দেশ। আন্তর্জাতিক সন্ত্রাসবাদে মদদ এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে সে দেশের নেতা কিম জং উনের সৎ ভাইকে হত্যার প্ররোচনার দায়ে এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

ট্রাম্প জানান, ‘সন্ত্রাসে মদদদাতা’ দেশের তালিকায় উত্তর কোরিয়ার অন্তর্ভুক্তি পুরনো ঘটনা। পাশাপাশি দেশটির পরমাণু কর্মসূচী বন্ধ করতে ‘সর্বোচ্চ মাত্রার চাপ’ প্রয়োগের কথাও জানান তিনি।

এই কালো তালিকা বাস্তবায়িত হলে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ইরান, সুদান এবং সিরিয়ার সঙ্গে একই কাতারে বিবেচিত হবে উত্তর কোরিয়া।

যদিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের মতে, গত দু’মাস ধরে উত্তর কোরিয়া তাদের পরমাণু অস্ত্রের পরীক্ষা বন্ধ রেখেছে। তাই এখনও তাদের সঙ্গে আলোচনার সুযোগ রয়েছে। কঠোর নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি তিনি উত্তর কোরিয়াকে আলোচনায় আসতে বলেছেন।

এদিকে এই মার্কিন নিষেধাজ্ঞা এবং কালো তালিকাকে স্বাগত জানিয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া।

সূত্র: রয়টার্স

/এসএস/

  • সর্বশেষ
  • পঠিত