ঢাকা, বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩১ মিনিট আগে
শিরোনাম

উগান্ডায় বিক্ষোভ, তিন দিনে নিহত ৩৭

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২০, ২০:০৩

উগান্ডায় বিক্ষোভ, তিন দিনে নিহত ৩৭

পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় টানা তিনদিনের প্রতিবাদ-বিক্ষোভে অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

সাধারণ নির্বাচনের আগে দেশটির প্রেসিডেন্ট প্রার্থী বব ওয়েইনকে গ্রেপ্তারের ঘটনায় শুরু হওয়া এই বিক্ষোভ আরও ভয়াবহ আাকার নিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভে ত্রিমুখী সংঘর্ষের ঘটনাও ঘটেছে। ৩৭ জন নিহতের পাশাপাশি বহু লোক আহত হয়েছেন। তাদের মধ্যে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যও রয়েছেন।

এর আগে গত বুধবার নির্বাচনী প্রচারণায় করোনা শিষ্টাচার না মানায় গ্রেপ্তার করা হয় ৩৮ বছর বয়সী বব ওয়েইনকে। দেশটির ব্যাপক জনপ্রিয় পপ তারকা তিনি।

যুবকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তার কারণে তিনি নির্বাচনে জয়ী হওয়ার মতো অবস্থানে ছিলেন। গ্রেপ্তারের পর আদালত তাকে জামিন দিয়েছে। তবে পরিস্থিতির খুব বেশি উন্নতি হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী মোতায়েন করেছে দেশটির সরকার।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত