ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫৯ মিনিট আগে
শিরোনাম

করোনায় নিঃস্ব, ঋণ পরিশোধ করতে কিডনি বিক্রির বিজ্ঞাপন

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২০, ০০:৫৩  
আপডেট :
 ১৯ ডিসেম্বর ২০২০, ০১:০০

ঋণ পরিশোধ করতে কিডনি বিক্রির বিজ্ঞাপন
ছবি- সংগৃহীত

মহামারি করোনা পরিস্থিতিতে সব হারিয়ে নিঃস্ব হয়ে পত্রিকায় নিজের কিডনি বিক্রির বিজ্ঞাপন দিয়েছেন কাশ্মীরের এক যুবক। সবজার আহমেদ খান নামে ওই যুবক কাশ্মীরের কুলগ্রাম জেলার বাসিন্দা।

সম্প্রতি ঋণের বোঝা থেকে মুক্তি পেতে কিডনি বিক্রির জন্য কাশ্মীরের একটি দৈনিকে কিডনি বিক্রির এ বিজ্ঞাপন দিয়েছেন ২৮ বছর বয়সী এই যুবক।

ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাড়ির ব্যবসার পাশাপাশি সরকারি কন্ট্রাক্টর তিনি। কিন্তু কাশ্মীরে পরপর দুটি লকডাউনে তার রোজগার বন্ধ হয়ে যায়। ঋণের বোঝা বেড়ে বাংলাদেশি মুদ্রায় ১ কোটি টাকায় গিয়ে ঠেকেছে। এরপরই পরিবারের সদস্যদের জানিয়ে কিডনি বিক্রির বিজ্ঞাপন দেন তিনি।

সবজার বলেছেন, অনেকেই টাকা পায় আমার কাছে। ব্যাঙ্ক থেকে ১ কোটি টাকা ঋণ নিয়েছি। তাই এখন আমি নিঃস্ব। তাই কিডনি বিক্রির সিদ্ধান্ত নিয়েছি। অনেকেই ২০/২৫ লক্ষ টাকা দিতে চান। কিন্তু আমার আরও বেশি টাকা প্রয়োজন।

আরও পড়ুন-

বিদ্রোহী কৃষকদের সামনে হাতজোড় করলেন মোদি

বাইডেনের মন্ত্রীসভায় আদিবাসী নারী

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত