ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৬ মিনিট আগে
শিরোনাম

রামমন্দিরের বদলে পাওয়া জমিতে মসজিদের নকশা

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২০, ১৭:২১

রামমন্দিরের বদলে পাওয়া জমিতে মসজিদের নকশা
অযোধ্যায় রামমন্দিরের বদলে পাওয়া জমিতে মসজিদের নকশা প্রকাশ

অযোধ্যায় রামমন্দিরের জায়গার পরিবর্তে দেওয়া জমিতে নতুন মসজিদ ও সংলগ্ন হাসপাতালের নকশা প্রকাশ করেছে ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন (আইআইসিএফ)।

আগামী বছরের ২৬ জানুয়ারি প্রস্তাবিত মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে। হাসপাতালের কাজ শুরু হবে দ্বিতীয় পর্যায়ে।

শনিবার প্রকাশিত নকশায় নতুন মসজিদটি পাশ্চাত্য স্থাপত্যের আদলে নির্মিত হচ্ছে বলে দেখা গেছে। এতে বিশালাকার গম্বুজ আর মসজিদ চত্বরে কার পার্কিংয়েরও ব্যবস্থা থাকছে বলে জানিয়েছে আনন্দবাজার।

কট্টর হিন্দুত্ববাদীদের ভেঙে ফেলা বাবরি মসজিদের জায়গায় রামমন্দির নির্মাণে গত বছর ভারতের সুপ্রিম কোর্ট সায় দিয়েছিল; মসজিদের জন্য অন্যত্র পাঁচ একর জমি দেওয়ারও নির্দেশ দিয়েছিল তারা।

সে অনুযায়ী সুন্নি ওয়াকফ বোর্ডকে লখনৌ-গোরক্ষপুর মহাসড়কের কাছে ধানিপুরে জমি দেওয়া হয়। ওয়াকফ বোর্ড পরে ওই জমিতে মসজিদসহ অন্যান্য স্থাপনা নির্মাণে আইআইসিএফ গঠন করে।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত