প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২১, ১৩:১৭
ভারতে যৌন নির্যাতনে ফাঁসি বেড়েছে ৬৫ শতাংশ
ভারতে যৌন নির্যাতনের মতো অপরাধে বেড়েছে সাজার পরিমাণ ও গুরুত্ব। ট্রায়াল কোর্টের উপর চালানো সমীক্ষা অনুযায়ি, ২০২০ সালে যৌন নির্যাতনের মতো অপরাধের ক্ষেত্রে ৬৫ শতাংশ বেড়েছে ফাঁসির সাজার সংখ্যা।
|আরো খবর
নয়াদিল্লির ন্যাশানাল ল ইউনিভার্সিটির তরফে চালানো সমীক্ষায় দেখা গেছে, ভারতে ২০১৯ সালে যেখানে যৌন নির্যাতনের ক্ষেত্রে ৫০ শতাংশ মামলায় ফাঁসির সাজা হতো, সেখানে ২০২০ সালে বেড়েছে সেই সংখ্যা। গত বছর ৬৫ শতাংশ বেড়েছে ফাঁসির সাজর। যারমধ্যে এই ধরনের মামলাগুলির ৮২ শতাংশ ক্ষেত্রে শিশুরা যুক্ত।
প্রজেক্ট ৩৯ এ শীর্ষক এই সমীক্ষায় দেখা গেছে, ভারতের মাটিতে এই প্রথম যৌন নির্যাতনের ক্ষেত্রে বেশি সংখ্যক ফাঁসির সাজা দেওয়া হয়েছে। ভারতে ২০১৬ সালে যেখানে ফাঁসির সাজার হার ছিলো ১৭.৬৪ শতাংশ, ২০১৭ সালে তা দাঁড়ায় ৩৭.২৭ শতাংশ, ২০১৮ সালে তা হয় ৪১.০৮ শতাংশ, ২০১৯ সালে ৫৩ শতাংশ এবং ২০২০ সালে তা এসে দাঁড়ায় ৬৫ শতাংশে।
যৌন নির্যাতনে অপরাধের ক্ষেত্রে সবচে বেশি ফাঁসির সাজা শুনিয়েছে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের আদালতগুলি। সেখানে ২০২০ সালে ভারতের মোট ৭৭ টি ফাঁসির সাজার ১৩ টির শুনানি হয়েছে। এরপরেই রয়েছে পশ্চিমবঙ্গের স্থান।
বাংলাদেশ জার্নাল/নকি