ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩১ মিনিট আগে
শিরোনাম

ইরানে জরুরি ব্যবহারে রাশিয়ার ভ্যাকসিন অনুমোদন

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২১, ০৩:৪৭

ইরানে জরুরি ব্যবহারে রাশিয়ার ভ্যাকসিন অনুমোদন
প্রতীকী ছবি

রাশিয়ার উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা ‘স্পুটনিক ভি’ জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ইরান।

বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই অনুমোদনের কথা জানানো হয়।

ইরান স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য ও গণসংযোগ কর্মকর্তা কিয়ানুশ জাহানপুর গণমাধ্যমের বরাত দিয়ে বলেছেন, দেশটির খাদ্য ও ওষুধ সংস্থার নিয়ন্ত্রণ বিষয়ক কমিশন রাশিয়ার ‘স্পুটনিক ভি’ টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে।

রাশিয়ার পাশাপাশি চীন, ভারতসহ অন্যান্য দেশ থেকেও টিকা আনার সম্ভাবনা পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ পর্যন্ত আরো বেশ কয়েকটি দেশ ‘স্পুটনিক ভি’ টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে।

গত আগস্টে রাশিয়া ‘স্পুটনিক ভি’ টিকার অনুমোদন দেয়। এটি বিশ্বে রাষ্ট্রীয় অনুমোদন পাওয়া প্রথম করোনার টিকা।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত