ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

সহিংসতার বিরুদ্ধে রাস্তায় কবীর সুমনসহ বিশিষ্টজনেরা

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১২ এপ্রিল ২০২১, ০২:৪৯  
আপডেট :
 ১২ এপ্রিল ২০২১, ০২:৫৮

সহিংসতার বিরুদ্ধে রাস্তায় কবীর সুমনসহ বিশিষ্টজনেরা
ছবি সংগৃহীত।

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের চতুর্থ দফায় ভোট চলাকালে কুচ বিহারের শীতলকুচিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গুলিতে চারজন নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিশিষ্টজনেরা।

রোববার গান্ধীমূর্তির পাদদেশে সহিংসতা ও প্রাণহানির ঘটনার প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন ব্রাত্য বসু, ইন্দ্রনীল সেন, শিল্পী শুভাপ্রসন্ন, সঙ্গীতশিল্পী কবীর সুমনসহ বিশিষ্টজেনরা।

কর্মসূচিতে অংশ নিয়ে বিশিষ্টজনেরা বলছেন, শীতলকুচির প্রাণহানির ঘটনা তাদেরকে নন্দীগ্রামে গুলি চালানোর দুঃসহ স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। সেসময়ের মতো এখনও তারা আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহতের প্রতিবাদে অংশ নিচ্ছেন। বিশিষ্টজনদের এ প্রতিবাদ কর্মসূচি থেকে বিজেপিবিরোধী স্বর উচ্চারিত হয়েছে।

কর্মসূচিতে অংশ নেয়া ব্রাত্য বসু, কবীর সুমনসহ অন্যান্যদের হাতে প্লাকার্ড দেখা গেছে। তাতে লেখা ছিলো, গণহত্যাকে তীব্র ধিক্কার জানাই, বুলেট রিভেঞ্জ বাই ব্যালট, বহিরাগত বাহিনীর গুলিতে চলে গেল চার বাঙালির প্রাণ, দায় কার? ইত্যাদি স্লোগান।

কর্মসূচিতে কবীর সুমন বলেন, এভাবে বাঙালিদের দমন করা যাবে না। বিজেপি যদি মনে করে থাকে- এ অত্যাচার চালাবে, চলবে না। বাঙালি রুখে দাঁড়াতে জানে।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত