ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে আলোচনার আহ্বান

মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে আলোচনার আহ্বান
বান কি মুন

মিয়ানমারের সামরিক বাহিনীকে অভ্যুত্থান পরবর্তী ক্রমবর্ধমান সহিংসতা থেকে বিরত রাখতে তাদের সঙ্গে আলোচনায় জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেসকে প্রত্যক্ষভাবে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ব সংস্থাটির সাবেক মহাসচিব বান কি মুন। রয়টার্স।

সমস্যাটিকে মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় বিবেচনা করে এই অশান্তিকে দক্ষিণপূর্ণ এশিয়ার দেশগুলোর অগ্রাহ্য করা উচিত নয় বলেও মন্তব্য করেছেন বান। সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে বান এসব কথা বলেছেন।

তিনি আরো বলেন, মিয়ানমারে চলা অভ্যন্তরীণ বিশৃঙ্খলার বিষয়টি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর এড়িয়ে যাওয়া উচিত নয়। পরবর্তীতে সহিংসতা যেন না বাড়ে সেজন্য জাতিসংঘের দক্ষ প্রতিনিধিদের মিয়ানমার সেনাদের সঙ্গে কাজ করা উচিত বলেও জানান তিনি।

বৈঠকে বর্তমান মহাসচিব আন্তেনিও গুতেরেস বলেছেন, মিয়ানমারে জাতিসংঘের বিশেষ দূত শ্র্যানার বার্গনার অভূত্থান শুরুর পর থেকেই মিয়ানমার সেনাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন।

দেশটিতে গণতন্ত্র ফিরিয়ে আনতে কাজ করেছেন। পরবর্তী সহিংসতা রোধে ও শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে আঞ্চলিক নেতাদের এগিয়ে আসার তাগিদ দিয়েছেন গুতেরেস।

বাংলাদেশ জার্নাল/নকি

  • সর্বশেষ
  • পঠিত