ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

ইরাকে করোনা হাসপাতালে আগুন, নিহত বেড়ে ৮২

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২১, ১৭:১২  
আপডেট :
 ২৫ এপ্রিল ২০২১, ১৯:৩৫

ইরাকে করোনা হাসপাতালে আগুন, নিহত বেড়ে ৮২
ছবি- সংগৃহীত

ইরাকের রাজধানী বাগদাদে করোনার চিকিৎসা দেয়া একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮২ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় শনিবার দিবাগত রাতে বাগদাদের ইবনে খতিব হাসপাতালের ওই দুর্ঘটনায় আহত হয়েছেন শতাধিক রোগী।

দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসিসহ অন্যান্য সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, অক্সিজেন ট্যাঙ্ক বিস্ফোরণ থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত।

ইরাকের সিভিল ডিফেন্সের প্রধান মেজর জেনারেল খাদিম বোহান জানান, অগ্নিকাণ্ডের পর হাসপাতালে থাকা ১২০ জন রোগীর মধ্যে এখন পর্যন্ত ৯০ জনকে উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, হাসাপাতালে আগুন থেকে সুরক্ষার কোনো ব্যবস্থা ছিল না। যার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অগ্নিকাণ্ডে ৮২ রোগীর মৃত্যু হয়েছে এবং আহত ১১০ জন।

এদিকে এ দুর্ঘটনার জন্য ইরাকের জনগণ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দায়ী করে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

ঘটনার পরে দেশটির প্রধানমন্ত্রী মু্স্তাফা আল খাদিমি এ ঘটনাকে ‘মর্মান্তিক দুর্ঘটনা’ হিসেবে উল্লেখ করে দুর্ঘটনার কারণ উদঘাটনে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন- বাগদাদে করোনা হাসপাতালে আগুন, নিহত ২৭

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত