ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

মালয়েশিয়ায় রমজানের বাজার বন্ধ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২১, ১৭:৪৩

মালয়েশিয়ায় রমজানের বাজার বন্ধ
ফাইল ছবি

করোনা ছড়িয়ে পড়ার ঝুকিতে মালয়েশিয়ার রমজান বাজার বন্ধ করে দেয়া হয়েছে। শনিবার থেকে দেশটির বিভিন্ন রাজ্যের ২২টি রমজান বাজার বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, বন্ধের আদেশে- সেলেঙ্গর, কুয়ালালামপুর, পেনাং, জোহর, কেদা, পাহাং এবং পেরাক, কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল) এবং সুবাং জয়া, আমপাং জয়া, পেনাং দ্বীপ, সেবারং পেরাই, জোহর বাহরু, পাসির গুদাং, কোটা টিঙ্গি, কুলিম, বালিং, টেমরলোহ, তেলুক ইনটান কাউন্সিলের আওতাধীন।

মালয়েশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩৭৮৮ জন। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৭১৩ জন। একদিনে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন সেলেঙ্গরে ১২৬৫ জন, সারওয়াক ৭৬০ এবং কেলানটানে ৪৬৪ জন।

এদিকে রমজানের এই গৌরবময় মাসে করোনা মহামারি শিগগিরই নির্মূল হতে আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন রাজা আল-সুলতান আবদুল্লাহ রিয়াতউদ্দিন আল-মুস্তফা বিল্লাহ শাহ।

বাংলাদেশ জার্নাল/আরএ

  • সর্বশেষ
  • পঠিত