ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

করোনার দ্বিতীয় বছর আরো প্রাণঘাতী হবে: ডব্লিউএইচও

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৫ মে ২০২১, ০২:৪৯  
আপডেট :
 ১৫ মে ২০২১, ০৮:৩১

করোনার দ্বিতীয় বছর আরো প্রাণঘাতী হবে: ডব্লিউএইচও
প্রতীকী ছবি

করোনা মহামারির দ্বিতীয় বছর আরো বেশি প্রাণঘাতী হবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ সতর্কবার্তা দেন সংস্থাটির মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেয়েসুস।

একই সঙ্গে শিশুদের টিকা দেয়ার বদলে দরিদ্র দেশগুলোকে টিকা সরবরাহ করতে উন্নত বিশ্বের প্রতি আহ্বান জানিয়ে তেদ্রোস আধানম গেব্রেয়েসুস বলেন, কিছু দেশ শিশু ও কিশোরদের টিকা দিতে চাচ্ছে। কিন্তু বর্তমান অবস্থায় আমি তাদের আহ্বান জানাবো, তারা যেন শিশু-কিশোরদের টিকা না দিয়ে সেসব টিকা ‘কোভ্যাক্স’জোটের কাছে হস্তান্তর করে।

তিনি আরো বলেন, গত জানুয়ারিতে আমি সম্ভাব্য মানবিক এক বিপর্যয়ের আশঙ্কার কথা বলেছিলাম। দুর্ভাগ্যজনক হলেও সত্য আমরা এখন সেই বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছি। আর দ্বিতীয় দফার এই করোনা মহামারি হবে আরও প্রাণঘাতী।

বাংলাদেশ জার্নাল/আরএ

  • সর্বশেষ
  • পঠিত