ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

ভারতের পাঞ্জাব কংগ্রেসের সভাপতি হচ্ছেন সিধু

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৫ জুলাই ২০২১, ১৪:৫০  
আপডেট :
 ১৫ জুলাই ২০২১, ১৭:২৪

ভারতের পাঞ্জাব কংগ্রেসের  সভাপতি হচ্ছেন সিধু
ছবি: সংগ্রহীত

ভারতীয় ক্রিকেটে ওপেনার হিসেবে ক্যারিয়ার শুরুর সময় তাকে বলা হত ‘স্ট্রোকলেস ওয়ান্ডার’। হাতে শট ছিল না একেবারে। ফলে শুরুর টেস্ট ক্যারিয়ার জলে পড়েছিল। কিন্তু সেই নভোজিৎ সিং সিধুই পরবর্তীকালে ভোল বদলে ফিরে এসেছিলেন ‘বিগ হিটার’ হয়ে। সীমিত ওভারের ম্যাচে ওপেনার সিধু বিনাক্লেশে সব ধরনের বোলারকে মাঠের বাইরে ফেলেছেন।

রাজনীতিতে ইনিংস শুরু করেছিলেন বিজেপি দিয়ে, ২০০৪ সালে। সংসদ সদস্যও হয়েছিলেন। প্রথমে লোকসভায় নির্বাচিত এবং পরে রাজ্যসভায় মনোনীত সংসদ সদস্য হিসেবে। সেখান থেকে যান অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিতে। সেই ইনিংসও মাঝপথে ছেড়ে সিধুর গমন কংগ্রেসে। পাঞ্জাবের কংগ্রেসে থাকাকালে মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের সঙ্গে তার মতানৈক্য শুরু। দুই পক্ষের তিক্ততা এমন পর্যায়ে পৌঁছেছিল যে, দিল্লিতে এসে গান্ধী পরিবারের কাছে নালিশ জানিয়েছিলেন সিধু। দেখা করেছিলেন প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে। তার পরের খবর, সিধুকে পঞ্জাবের প্রদেশ কংগ্রেস সভাপতি করা হচ্ছে। তবে তার সঙ্গেই দুই কার্যনির্বাহী সভাপতিকে জুড়ে দেওয়া হচ্ছে বলেও জানা গেছে। অর্থাৎ, প্রদেশ সভাপতি হিসেবে সিধু ‘একচ্ছত্র’ আধিপত্য এখনই থাকছে না। তাকে কাজ করতে হবে দুই সহকারীকে নিয়ে। সূত্র : আনন্দবাজার পত্রিকা।

  • সর্বশেষ
  • পঠিত