ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৭ মিনিট আগে
শিরোনাম

হু-এর সতর্কতা

বিশ্বে করোনার তৃতীয় ঢেউ শুরু, বাড়ছে মৃত্যু

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৫ জুলাই ২০২১, ১৬:৪৪  
আপডেট :
 ১৫ জুলাই ২০২১, ১৬:৪৯

বিশ্বে করোনার তৃতীয়  ঢেউ শুরু, বাড়ছে মৃত্যু
ছবি : সংগৃহীত

বিশ্বে করোনার তৃতীয় ঢেউ শুরু হয়েছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। বৃহস্পতিবার হু-র প্রধান বললেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমরা ইতোমধ্যেই তৃতীয় ঢেউয়ের প্রাথমিক স্তরে পৌঁছে গেছি।’ ডেল্টা রূপ নিয়ে ইতোমধ্যেই দুশ্চিন্তায় বিশ্বের ১১১টি দেশ। খবর আনন্দবাজার পত্রিকার।

হু-র প্রধান টেড্রস অ্যাডানম গেব্রেইয়েসুস জানান, ডেল্টার বিস্তার আর তার সঙ্গে করোনা বিধি এড়িয়ে যাওয়ার প্রবণতায় বিশ্বের অধিকাংশ দেশে নতুন করে বাড়তে শুরু করেছে সংক্রমণ। বাড়ছে মৃত্যুও।

ঊর্ধ্বমুখী এ পরিসংখ্যান দেখেই তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক করে হু জানিয়েছে, করোনা ভাইরাস যে ক্রমশ নিজেকে বদলাচ্ছে এবং আরও সংক্রামক রূপ নিচ্ছে, তা ভুলে গেলে চলবে না।

টেড্রসের কথায়, ‘করোনার ডেল্টা রূপ ইতোমধ্যেই ১১১টি দেশে ছড়িয়েছে। আমাদের আশঙ্কা, খুব শিগগিরই এ রূপ গোটা বিশ্বে আধিপত্য করবে।’

হু জানিয়েছে, বিশ্বে করোনা সংক্রমণের সংখ্যা গত চার সপ্তাহ ধরে নতুন করে বাড়তে শুরু করেছে। হুয়ের নির্ধারিত ছয়টি অঞ্চলের মধ্যে পাঁচটিতেই সংক্রমণের ঊর্ধ্বমুখী ধারা নজরে এসেছে। টেড্রস বলছেন, ‘কিছু কিছু দেশে টিকার অভাব আর টিকা হয়ে যাওয়া দেশগুলোতে করোনা বিধি মানার গাফিলতিই তৃতীয় ঢেউয়ের প্রাথমিক স্তরে পৌঁছে দিয়েছে আমাদের।’

টেড্রসের পরামর্শ, ‘সেপ্টেম্বরের মধ্যেই পৃথিবীর সবক’টি দেশকে তাদের মোট জনসংখ্যার অন্তত ১০ শতাংশকে টিকা দেওয়ার কাজ সম্পূর্ণ করতে হবে। আর এ বছরের শেষে প্রতিটি দেশের নাগরিকদের অন্তত ৪০ শতাংশকে টিকা দিতে হবে।’

বাংলাদেশ জার্নাল / টিটি

  • সর্বশেষ
  • পঠিত