ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

মৌমাছির কামড়ে বিলুপ্তপ্রায় ৬৩ পেঙ্গুইনের মৃত্যু

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২১, ১৪:২৮  
আপডেট :
 ২০ সেপ্টেম্বর ২০২১, ১৯:১৫

মৌমাছির কামড়ে বিলুপ্তপ্রায় ৬৩ পেঙ্গুইনের মৃত্যু
ছবি: সংগৃহীত

এক ঝাঁক মৌমাছির কামড়ে বিলুপ্তির ঝুঁকিতে থাকা অন্তত ৬৩টি আফ্রিকান পেঙ্গুইন মারা গেছে। দক্ষিণ আফ্রিকার কেপ টাউন শহরের পাশে সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে। রোববার দক্ষিণ আফ্রিকার সমুদ্রতীরবর্তী পাখি সুরক্ষা ফাউন্ডেশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। খবর এনডিটিভির।

ফাউন্ডেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা ডেভিড রবার্ট বলেন, ‘আমরা পরীক্ষা করে পেঙ্গুইনগুলোর চোখের চারপাশে মৌমাছির কামড়ের দাগ দেখতে পেয়েছি।’ ওই সৈকতের পাশে পার্কে বিপুল সংখ্যক মৌমাছি রয়েছে বলে জানা যায়।

ডেভিড রবার্ট এটাকে ‘বিরল’ একটি ঘটনা বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘আমরা সচরাচর এ ধরনের ঘটনা দেখতে পাই না; এটা বেশ দুর্লভ ঘটনা।’ টেলিফোন আলাপে তিনি বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘ঘটনাস্থলে মৃত মৌমাছি পাওয়া গেছে।’

ডেভিড রবার্ট বলেন, ‘এভাবে পেঙ্গুইনকে মরতে দেয়া যায় না। এরা ইতোমধ্যেই বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। এগুলোতো সংরক্ষিত প্রাণী।’ স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মৌমাছির কামড়ের দাগ ছাড়া পেঙ্গুইনগুলোর গায়ে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।

বাংলাদেশ জার্নাল / টিটি

  • সর্বশেষ
  • পঠিত