ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

ভারতে সংক্রমণ কমলেও বেড়েছে সক্রিয় রোগী

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১১:২০

ভারতে সংক্রমণ কমলেও বেড়েছে সক্রিয় রোগী
সংগৃহীত ছবি।

ভারতে গত একদিনে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২৮ হাজার ৩২৬ জন মানুষ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩৬ লাখ ৫২ হাজার ৭৪৫ জনে।

এইক সময়ে মারা গেছেন ২৬০ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৪৬ হাজার ৯১৮ জন।

গত একদিনের পরিসংখ্যান থেকে দেখা যায়, দেশটিতে কমছে সংক্রমণ ও মৃত্যু। এদিকে সংক্রমণ কমলেও গত একদিনে দেশটিতে সুস্থ হওয়া মানুষের তুলনায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন বেশি মানুষ। ফলে শনিবারের মতো রোববারও দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে।

গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন বা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৬ হাজার ৩২ জন মানুষ। অন্যদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা ২৮ হাজারের বেশি। ফলে দেশটিতে মোট সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৩ হাজার ৪৭৬ জনে।

ভারতের মোট শনাক্ত রোগীর শূন্য দশমিক ৯০ শতাংশ (০.৯০%) বর্তমানে সক্রিয় রোগী। শনিবার এই হার বাড়লেও রোববার তা অপরিবর্তিত রয়েছে। এদিকে ভারতে সুস্থতার হারও কমেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত একদিনে দেশটিতে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত