ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

লেবাননে ছাদ থেকে বিক্ষোভে এলোপাতাড়ি গুলি, নিহত ৬

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২১, ১৬:৪০  
আপডেট :
 ১৪ অক্টোবর ২০২১, ১৮:১৭

লেবাননে ছাদ থেকে বিক্ষোভে এলোপাতাড়ি গুলি, নিহত ৬
প্রতীকী ছবি

লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লা ও আমল আন্দোলনের ডাকা বিক্ষোভে গুলিতে অন্তত ৬ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার এ ঘটনায় বহু লোক আহত হন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বৈরুতে ‘বিচার ভবনে’র সামনে বিচারক তারেক বিতারের পদত্যাগ চেয়ে হিজবুল্লার শত শত সমর্থক ও মিত্ররা কালো জামা পরে এ বিক্ষোভ দেখান। ওই বিচারের বিরুদ্ধে তার ‘মার্কিনপন্থী’ হওয়ার অভিযোগ তুলেন।

বিক্ষোভকারীরা বিচারক তারেক বিতারকে ‘যুক্তরাষ্ট্রে কৃতদাস’ বলে মন্তব্য করেন। এ সময় বিচার ভবনের পাশে তাইয়াউনের কয়েকটি ভবনের ওপর থেকে গুলির শব্দ আসতে থাকে। বন্দুকধারীরা ছাদ থেকে বিক্ষোভে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে।

পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে লেবাননের সেনাবাহিনী। তারা অন্তত একজন ‘শ্যুটার’কে (গুলি নিক্ষেপকারী) আটক করেছে। এ শ্যুটারের পরিচয় এখনও জানা যায়নি। কারা তাদের গুলি চালাতে বলেছিল, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।

লেবাননের রেডক্রস সংস্থা বলছে, গুলিতে অন্তত ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জনের মতো। লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি সবাইকে শান্ত থাকতে আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ জার্নাল / টিটি

  • সর্বশেষ
  • পঠিত