ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

চলে গেলেন বিখ্যাত কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২২, ১৫:৪২  
আপডেট :
 ১৮ জানুয়ারি ২০২২, ১৫:৫৭

চলে গেলেন বিখ্যাত কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ
নারায়ণ দেবনাথ। ছবি: আনন্দবাজার অনলাইন

চলে গেলেন ‘বাঁটুল দ্য গ্রেট’, ‘নন্টে-ফন্টে’র স্রষ্টা নারায়ণ দেবনাথ। মঙ্গলবার ৯৭ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। টানা ২৫ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। খবর হিন্দুস্তান টাইমসের।

নারায়ণ দেবনাথের মৃত্যুতে শোকাচ্ছন্ন শিল্পী মহল। দেবাশীষ দেব, উদয় দেব, সুযোগ বন্দ্যোপাধ্যায়ের মতো নামজাদা কার্টুনিস্ট এবং ইলাস্ট্রেটররা তার মৃত্যুতে বিষণ্ণ, স্মৃতিকাতর। ‘বাঁটুল দ্য গ্রেট’, ‘নন্টে ফন্টে’কে নিয়ে আলোচনার পাশাপাশি তাদের স্রষ্টাকে নিয়ে নিজেদের স্মৃতিকথা উজাড় করেছেন তারা।

দীর্ঘ বছর ধরে এক বহুল প্রচারিত দৈনিকের সঙ্গে যুক্ত থাকার ফলে পাঠকদের নিজের রং তুলির সাহায্যে মনোরঞ্জন করে এসেছেন দেবাশীষ দেব।

নারায়ণ দেবনাথের কথা বলতে গিয়ে দেবাশীষ জানান, দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধরে নারায়ণ দেবনাথ যেভাবে ধারাবাহিকভাবে হাঁদা-ভোঁদা, বাঁটুল, নন্টে-ফন্টেদের এঁকে গেছেন এবং টানা সাফল্য পেয়ে গেছেন, সারা বিশ্বে এরকম নজির আর নেই বললেই চলে।

তিনি বলেন, ‘পাশাপাশি বাঁটুল, নন্টেদের এতোটাই আমাদের কাছে আকর্ষণীয় এবং ঘরের মানুষ করে তুলেছিলেন, যা অবিশ্বাস্য।’

তিনি বলেন, ‘বাঁটুল তো কালক্রমে বাঙালির কাছে আইকন হয়ে উঠেছে। কমিক্স শিল্পী হিসেবে নারায়ণ দেবনাথের কিন্তু বিরাট প্রাপ্তি এটি। তার আঁকার মধ্যেও যে সহজ সরল বিষয়টি আছে, তার একটি আলাদা আকর্ষণ রয়েছে। অসম্ভব অ্যাট্রাকটিভ।’

দেবাশীষ দেব সামান্য আক্ষেপের স্বরে বললেন, ‘তবে জানেন তো নারায়ণ দেবনাথের অনেক মানেই তো কয়েক প্রজন্মের শৈশব। ওল্ড স্কুল চার্ম।’

অপূরণীয় ক্ষতি হয়ে গেল- মমতা: মঙ্গলবার বাঙালি হারালো তার কিশোরবেলার সঙ্গীদের স্রষ্টা নারায়ণ দেবনাথকে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

নারায়ণ দেবনাথের চিকিৎসায় কোনও ঘাটতি রাখেনি রাজ্য সরকার। তার নিয়মিত খোঁজখবর নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। এদিন প্রবীণ শিল্পীকে হারিয়ে মুখ্যমন্ত্রী জানান, ‘আমি শোকস্তব্ধ প্রবীণ কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের মৃত্যুতে। তার চলে যাওয়াটা কার্টুনের জগতে একটা অপূরণীয় শূন্যতা তৈরি করল।’

মুখ্যমন্ত্রীর দপ্তরের শোকবার্তায় লেখা রয়েছে, ‘বিশিষ্ট শিশুসাহিত্যশিল্পী ও কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৯৭ বছর। বাঁটুল দি গ্রেট, হাঁদা ভোঁদা, নন্টে ফন্টে, বাহাদুর বেড়াল প্রভৃতি চরিত্রের স্রষ্টা নারায়ণ দেবনাথ সব বয়সের পাঠকের মনে চিরস্থায়ী আসন লাভ করেছেন।’

পশ্চিমবঙ্গ সরকার তাকে ২০১৩ সালে ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রদান করে। রাষ্ট্রপতি পুরস্কার, পদ্মশ্রী সম্মান, সাহিত্য অকাদেমি পুরস্কার ছাড়াও তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ডি লিট ডিগ্রি পান। তার প্রয়াণে কমিকস্ শিল্প জগতের এক অপূরণীয় ক্ষতি হল। আমি নারায়ণ দেবনাথের পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

বাংলাদেশ জার্নাল/ টিটি

  • সর্বশেষ
  • পঠিত