ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

মার্কিন সেনা বাহিনীতে যৌন হেনস্তা অপরাধ বলে গণ্য হবে

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২২, ১৫:০৯

মার্কিন সেনা বাহিনীতে যৌন হেনস্তা অপরাধ বলে গণ্য হবে
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক নির্বাহী আদেশে বুধবার বলেছেন, সামরিক বিচারিক আইনে যৌন হেনস্থা অপরাধ বলে গণ্য হবে।

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সেনা বাহিনীতে এটি একটি গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে বিবেচিত হয়ে আসছে, যার সমাধানে এতোদিন কোনো আইন ছিল না।

হত্যার শিকার হওয়া মার্কিন নারী সেনা ভ্যানেসা গুলেনের প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে নতুন আইন ন্যাশনাল ডিফেন্স অথরাইজড অ্যাক্ট-২০২২ অনুমোদন দেয়া হয়।

২০২০ সালে ভ্যানেসা যৌন হেনস্তার শিকার হওয়ার পর এক সহসৈনিকের হাতে খুন হন।

হোয়াইট হাউস মুখপাত্র জেন সাকি ‘সেনা বিশেষজ্ঞ ভ্যানেসা গুলেনের প্রতি সম্মান’ প্রদর্শনের জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

ভ্যানেসার মৃত্যু মার্কিন সামরিক বাহিনীতে যৌন হেনস্তার বিষয়টি সবার সামনে নতুন করে সামনে আনে।

বাংলাদেশ জার্নাল/ টিটি

  • সর্বশেষ
  • পঠিত