ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

আধুনিক বিশ্বের প্রথম পানিশূন্য নগর

  অনলাইন ডেস্ক

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০১৮, ০১:৪৫

আধুনিক বিশ্বের প্রথম পানিশূন্য নগর

বিশ্বে পর্যটকদের প্রিয় শহরগুলোর মধ্যে প্রথম দিকে আছে কেপটাউন। কিন্তু দক্ষিণ আফ্রিকার এই শহর এক মহবিপর্যয়ের সম্মুখীন। চলছে ভয়াবহ ক্ষরা।

আশঙ্কা‚ এপ্রিলে জলশূন্য হয়ে পড়তে পারে কেপটাউন। অনাবৃষ্টির কবলে এপ্রিল মাসেই আসতে পারে 'ডে জিরো'| কারণ দ্রুত ফুরোচ্ছে সঞ্চিত জলভাণ্ডার।

প্রতি বছর প্রায় ২ মিলিয়ন পর্যটক আসেন কেপটাউনে। সমুদ্র সৈকতে সানবাথ, টেবল মাউন্টেনের দৃশ্য উপভোগ ও ওয়াইনে চুমুক দিতে। পর্যটকদের অনুরোধ করা হচ্ছে জনপ্রতি দৈনিক ৮৭ লিটারের বেশি জল ব্যবহার না করতে। গোসলের সময় বেঁধে দেওয়া হয়েছে জনপ্রতি ২ মিনিট। স্থানীয় বাসিন্দাদের ক্ষেত্রে পরিস্থিতি আরও ভয়ানক। আশঙ্কা‚ এপ্রিলের মধ্যে বৃষ্টি না হলে জনপ্রতি দৈনিক পাওয়া যাবে মাত্র ২৫ লিটার করে জল।

শহরে যে বাঁধ আছে তার জলস্তর পৌঁছেছে স্বাভাবিকের থেকে ৩০% নিচে। তার ১৯.৭% ব্যবহারযোগ্য।

কেপটাউনে প্রচুর ধনীর বাস। ব্যক্তিগত সুইমিং পুলের ছড়াছড়ি। তারা নিজেদের মতো পানি সঞ্চয় করছেন। বিপাকে পড়বেন সাধারণ বাসিন্দারা। আশঙ্কা‚ আধুনিক বিশ্বে কেপটাউনই হবে প্রথম শহর‚ যার সাজানো বাগান শুকোতে বসেছে পানির অভাবে।

  • সর্বশেষ
  • পঠিত