ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৭ মিনিট আগে
শিরোনাম

বাফেলো হত্যাকাণ্ড নিয়ে বাইডেন, যুক্তরাষ্ট্র অবশ্যই ঘৃণাকে চিহ্নিত করবে

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৬ মে ২০২২, ১৯:১৩  
আপডেট :
 ১৬ মে ২০২২, ১৯:১৮

বাফেলো হত্যাকাণ্ড নিয়ে বাইডেন, যুক্তরাষ্ট্র অবশ্যই ঘৃণাকে চিহ্নিত করবে
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি বিবিসির ভিডিও ফুটেজ থেকে নেয়া।

নিউইয়র্কের কিংসলির বাফেলোতে বর্ণবাদী হামলায় ১০ জন নিহত হওয়ায় ঘটনায় মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্ত্রী ড. জিল বাইডেনকে সঙ্গে নিয়ে তিনি বলেন, ঘটনায় ভুক্তভোগীদের জন্য প্রার্থনা করছেন তিনি।

বাইডেন বলেন, ‘ঘৃণা যুক্তরাষ্ট্রের মধ্যে একটি স্রোতধারা হয়ে রয়ে গেছে।’ সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানায়।

কিংসলির বাফেলো এলাকার অধিকাংশ বাসিন্দাই কৃষ্ণাঙ্গ। বন্দুকধারী একটি সুপারমার্কেটে এলোপাথারি গুলি চালালে এ প্রাণহানীর ঘটনা ঘটে। পরে ওই বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়।

পরে সন্দেহভাজন ওই বন্দুকধারীকে আদালতে তোলা হয়। তিনি নিউইয়র্কের কনক্লিন এলাকার বাসিন্দা।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘটনাকে বর্ণবাদ দ্বারা তাড়িত ‘বিদ্বেষমূলক অপরাধ’ বলে বর্ণনা করেছেন। তিনি এ হামলার জন্য ‘শেতাঙ্গ শ্রেষ্টত্ববাদ’কে দায়ী করেন।

তিনি বলেন, ‘ঘৃণাকে চিহ্নিত করতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, যাতে যুক্তরাষ্ট্রের আত্মাকে জীবিত রাখা যায়।’

বাংলাদেশ জার্নাল/টিটি

  • সর্বশেষ
  • পঠিত