ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৩ মিনিট আগে
শিরোনাম

কাবুলের পার্কে নারীদের প্রবেশ নিষিদ্ধ করলো তালেবান

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২২, ০৪:২৯

কাবুলের পার্কে নারীদের প্রবেশ নিষিদ্ধ করলো তালেবান
কাবুলে একটি বিনোদন পার্কের বাইরে নারীরা দাঁড়িয়ে আছেন। ছবি: সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুলের পার্ক ও বিনোদনকেন্দ্রগুলোয় নারীদের প্রবেশ নিষিদ্ধ করেছে দেশটির তালেবান সরকার। সেই সঙ্গে কাবুলের নারীরা ব্যায়ামাগারেও (জিম) যেতে পারবেন না বলে বিবিসি'র এক প্রতিবেদনে জানানো হয়েছে।

বৃহস্পতিবার তালেবান নিয়ন্ত্রিত আফগান সরকারের অনৈতিকতা দূরীকরণ ও ধর্মীয় প্রচারবিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আকেফ মোহাজের নিষেধাজ্ঞার বিষয়টি জানান।

আকেফ মোহাজের বলেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গত ১৫ মাসের অভিজ্ঞতায় আমরা দেখেছি, নারী–পুরুষ অবাধে পার্কে–জিমে যাচ্ছেন। অনেকেই ইসলামিক নিয়ম–নীতি মানতে চান না। অনেক নারী নিয়ম মেনে স্কার্ফ ও হিজাব পরতে চান না। তাই এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। সঙ্গে মাহরাম বা পুরুষ অভিভাবক থাকলেও আফগান নারীরা কাবুলের পার্ক, ব্যায়ামাগার ও বিনোদনকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।

২০২১ সালের আগস্ট মাসে আফগানিস্তানে ক্ষমতায় আসে তালেবান। এর পর থেকে দেশটিতে নারী স্বাধীনতা ও তাদের চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। এর মধ্যে রয়েছে ঘরের বাইরে বের হলে শরীর ঢেকে বের হওয়া, কোথাও ঘুরতে গেলে পুরুষ অভিভাবক সঙ্গে নেয়া, শিক্ষার সুযোগ সীমিত করে আনা।

এর আগে নারী–পুরুষের জন্য আলাদা বিনোদনকেন্দ্র খোলার ঘোষণা দিয়েছিল তালেবান সরকার। তালেবান জানায়, কাবুলের পার্ক ও বিনোদনকেন্দ্রে শুধু রোববার, সোমবার ও মঙ্গলবার নারীরা যেতে পারেবন। সপ্তাহের বাকি দিনগুলোয় যাবেন পুরুষেরা।

বাংলাদেশ জার্নাল/জিকে

  • সর্বশেষ
  • পঠিত