ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

জাপানে কাঠের তৈরি সবচেয়ে উঁচু ভবন

  অনলাইন ডেস্ক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ০১:৩৮

জাপানে কাঠের তৈরি সবচেয়ে উঁচু ভবন

বিশ্বের সবচেয়ে উঁচু ভবন তৈরি হতে চলেছে জাপানে৷ অবশ্য এটি তৈরি হবে পুরোপুরি কাঠ দিয়ে৷ বিশ্বের দীর্ঘতম এই কাঠের ভবনটির নির্মাণের সূচনা হবে আগামী বছরের মধ্যেই৷

জাপানি ইঞ্জিনিয়ারদের একটি বিশেষজ্ঞ দল বিশ্বের দীর্ঘতম কাঠের বিল্ডিং নির্মাণ করার সিদ্ধান্ত নেয় ২০১৭ সালের শুরুতে। জাপানের টোকিও শহরের কেন্দ্রস্থলে নির্মাণ হচ্ছে এই ভবন। এক উচ্চতা হবে ১১৪৫ ফুট বা ৩৫০ মিটার উঁচু। বিল্ডিংটিতে বাড়ি, অফিস, দোকান ও একটি হোটেল থাকবে। জাপানের সর্বোচ্চ ভবন হিসেবে এর নির্মাণ কাজ শেষ হবে ২০৪১ সালে৷

নির্মাণ কোম্পানি জানিয়েছে, ডব্লিউ ৩৫০ নামের ৭০তলা টাওয়ারটি ১০ শতাংশে স্টিল আর বাকী অংশে প্রায় এক লাখ ৮০ হাজার ঘনমিটার স্থানীয় কাঠ ব্যবহার করা হবে। ভবনটিতে প্রায় আট হাজার বাড়ি এবং প্রতি তলার বারান্দায় থাকবে গাছ-লতাপাতা৷ টোকিওতে প্রায়ই ভূমিকম্প হয়। আর এই প্রাকৃতিক এই দুর্যোগ মোকাবিলায় ভবনটির কেন্দ্রে ৩৫০ মিটারের একটি কাঠ ও স্টিলের স্তম্ভ থাকবে। এর সঙ্গে সংযুক্ত থাকবে একটি ডায়াগনাল স্টিল ভাইব্রেশন-কন্ট্রোল।

প্রকল্পটি বাস্তবায়নে প্রায় ৫৬০ কোটি ডলার ব্যয় হবে বলে ধারণা করা হচ্ছে। তবে ২০৪১ সালে ভবনটির নির্মাণকাজ শেষ হওয়ার আগেই প্রযুক্তিগত অগ্রগতির জন্য নির্মাণ খরচ আরো কমে আসবে বলে আশা করছে কোম্পনিটি। ভবনটির নকশা তৈরি করেছে জাপানি কোম্পানি নিকিন সিকি তবে বর্তমানে এটি নির্মাণ করছে সমিটোমোমো গ্রুপ।

উল্লেখ্য, জাপানে কাঠের ভবন নির্মাণ নিষিদ্ধ ছিলো। তবে সম্প্রতি ২০২০ টোকিও অলিম্পিকের নতুন জাতীয় স্টেডিয়াম কাঠ দিয়ে নির্মাণ করার পরিকল্পনা নেওয়া হয়৷

বিশ্বে বিভিন্নস্থানে কাঠের নির্মিত আকাশচুম্বি ভবন হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্যের মিনিয়াপলিসে কাঠের তৈরি ১৮-তলা একটি অফিস ভবন আছে। এ ছাড়া কানাডার ভ্যাঙ্কুভারে ৫৩ মিটার উঁচু কাঠের তৈরি একটি ভবন আছে যা বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু কাঠের তৈরি ভবন হিসেবে স্বীকৃত।

জেডআই

  • সর্বশেষ
  • পঠিত