ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

চতুর্থবারের মতো জার্মান চ্যান্সেলর ম্যার্কেল

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৪ মার্চ ২০১৮, ১৬:৪৯

চতুর্থবারের মতো জার্মান চ্যান্সেলর ম্যার্কেল

জার্মানির বর্তমান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলকে চতুর্থবারের মতো চ্যান্সেলর নির্বাচিত করলেন সাংসদরা। সাধারণ নির্বাচন অনুষ্ঠানের প্রায় ছয় মাস পর তিনি চ্যান্সেলর নির্বাচিত হলেন।

বুধবার সকালে জার্মান সংসদের নিম্নকক্ষ বুন্ডেসটাগে অনুষ্ঠিত নির্বাচনে ৩৬৪-৩১৫ ভোটে চ্যান্সেলর নির্বাচিত হন ম্যার্কেল। ৯ জন সংসদ সদস্য ভোটদানে বিরত ছিলেন। নির্বাচনে ম্যার্কেলের বিরুদ্ধে কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না।

ম্যার্কেলের খ্রিষ্টীয় গণতন্ত্রী দল, সিডিইউ, বাভারিয়া রাজ্যে তাদের অংশীদার দল সিএসইউ এবং সরকার গঠনে জোটসঙ্গী দল সামাজিক গণতন্ত্রী, এসপিডি দলের মোট আসন সংখ্যা ৩৯৯।

ভোটাভুটির সময় প্রথমবারের মতো ম্যার্কেলের স্বামী ইওয়াখিম সাওয়ার এবং মা হেরলিন্ড কাজনার উপস্থিত ছিলেন।

স্থানীয় সময় দুপুর ১২টায় প্রেসিডেন্ট ফ্রাংক ভাল্টার স্টাইনমায়ারের কার্যালয়ে চ্যান্সেলর হিসেবে শপথ নেবেন ম্যার্কেল। গত বছরের ২৪ সেপ্টেম্বর জার্মানিতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

নির্বাচনের পর ম্যার্কেল নতুন সরকার গঠনে সমস্যায় পড়েন। শুরুতে এসপিডি ম্যার্কেলের দলের সঙ্গে সরকার গঠন করতে রাজি হয়নি। তাই সবুজ দল ও মুক্ত গণতন্ত্রী দল, এফডিপির শরণাপন্ন হয়েছিলেন তিনি। কিন্তু তাতে সফল হননি। পরে জার্মান প্রেসিডেন্টের উদ্যোগে এসপিডি ও ম্যার্কেলের সিডিইউ দল জোট গঠনে আলোচনা শুরু করে এবং সফল হয়। ফলে এখন সরকার গঠন সম্ভব হচ্ছে।

সূত্র: ডয়চে ভেলে

ডিপি/

  • সর্বশেষ
  • পঠিত